
নয়া দিল্লি: জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র। একদিকে যেখানে ১২ শতাংশ জিএসটি স্ল্যাবে বদল আসতে চলেছে, তেমনই কমপেনসেশন সেস তুলে তার বদলে নতুন কর ব্যবস্থা চালু করা হতে পারে। আর এই নতুন কর বসলেই একধাক্কায় অনেকটা বাড়বে সিগারেট, মদের দাম। অনেক দামি হতে চলেছে গাড়িও।
জিএসটি-তে কমপেনসেশন সেসের মেয়াদ শেষ হতে চলেছে। এর বদলে হেলথ অ্যান্ড এনার্জি সেস আনার পরিকল্পনা কেন্দ্রের, যা মূলত তামাকজাত পণ্য ও অটোমোবাইলের উপরে বসবে। এতে সিগারেট, খৈনি, গুটখার মতো তামাকজাত পণ্যের দাম যেমন অনেকটা বাড়বে, তেমনই দামি গাড়িও আরও দামি হতে চলেছে।
‘সিন গুডস’, অর্থাৎ শরীরের জন্য ক্ষতিকর বলে যে পণ্যগুলিকে ধরা হয়, তার উপরে এমনিই অতিরিক্ত ট্যাক্স বসে। ২৮ শতাংশ জিএসটির অধীনে পড়ে মদ, সিগারেট ও তামাকজাত পণ্য। এবার থেকে ক্লিন এনার্জি সেস বসতে চলেছে কয়লা, দামি গাড়ির উপরে।
সূত্রের খবর, চলতি মাসের শেষভাগে মন্ত্রিসভার বৈঠক বসবে। সেখানে এই সেস বা কর নিয়ে আলোচনা হবে। এর মধ্যে তামাকজাত পণ্য ও দামি গাড়ির উপরে কর বসানো প্রায় নিশ্চিত।
প্রসঙ্গত, কমপেনসেশন সেস হল অতিরিক্ত কর, যা জিএসটির উপরে বসানো হয়। নির্দিষ্ট কিছু পণ্যের উপরেই এই অতিরিক্ত ট্যাক্স নেওয়া হয়। ২০১৭ সালে এই কর ব্যবস্থা আনা হয়। রাজ্যগুলির রাজস্বের ক্ষতিপূরণের জন্যই এই কর আনা হয়েছিল। ৫ বছরের মেয়াদ ছিল। তবে ২০২২ সালে তার মেয়াদ আরও বাড়িয়ে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত করা হয়।