GST Reform: উপুড় হস্ত সরকার, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জিএসটি ২.০ তৈরি করল নির্মলা সীতারমনের মন্ত্রক?

Nirmala Sitharaman, GST Reform: কেন্দ্রের তরফে বলা হচ্ছে দেশের মানুষের করের বোঝা কমাতে ও ক্রয় ক্ষমতা বাড়াতে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণের ক্রয়ক্ষমতা বাড়লে বিক্রি বাড়বে দেশের আভ্যন্তরীণ বাজারেও।

GST Reform: উপুড় হস্ত সরকার, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে জিএসটি ২.০ তৈরি করল নির্মলা সীতারমনের মন্ত্রক?

Sep 07, 2025 | 10:53 AM

কেন্দ্রীয় সরকার GST ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসেছে। সাধারণ মানুষ এই সংস্কারের ফলে অনেকাংশেই লাভবান হতে চলেছেন। নতুন এই সংস্করণকে ‘GST 2.0’ বলা হচ্ছে। কিন্তু এই পরিবর্তন শুধুমাত্র যে অর্থনীতির প্রয়োজনেই নিয়ে আসা হয়েছে তেমনটা মনে করছেন না বিশেষজ্ঞদের একাংশ। অনেকে বলছেন, এর পিছনে রয়েছে কিছু রাজনৈতিক হিসাব ও আন্তর্জাতিক কূটনীতির প্যাঁচ। জিডিপির বৃদ্ধি গত কয়েক মাস ধরে অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমেই চলছিল। এই পরিস্থিতি মোকাবিলা করতেই GST-কে সরলীকরণ করা হয়েছে। আগের একাধিক স্ল্যাব কমিয়ে ৫ শতাংশ ও ১৮ শতাংশের মাত্র ২টি স্ল্যাবে GST-কে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এর ফলে খাদ্যদ্রব্য, ওষুধ ও বিমার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আর জিনিসের দাম কমলে সাধারণ ক্রেতা বা উপভোক্তার হাতে থাকবে টাকা। সেই টাকা খরচ করার প্রবণতাও বাড়বে পাল্লা দিয়ে। ফলে, দেশের মধ্যে বিকিকিনির বাজার চাঙ্গা হবে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার ঠিক এটাই চাইছে। ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন