GST 2.0-তে সস্তা হচ্ছে বহু জিনিস, সোনার দামও কি কমে যাবে?

New GST Rates: জিএসটির পরিবর্তনে দুধ, পাউরুটি থেকে শুরু করে টিভি, ফ্রিজ, এসি- অনেক কিছুই সস্তা হচ্ছে। দাম বাড়তে পারে সিগারেট, তামাকজাত পণ্যের। নতুন জিএসটির স্ল্যাবে কি সোনার গহনার দামেও পরিবর্তন আসবে?     

GST 2.0-তে সস্তা হচ্ছে বহু জিনিস, সোনার দামও কি কমে যাবে?
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Sep 08, 2025 | 12:51 PM

নয়া দিল্লি: জিএসটিতে এসেছে বিরাট পরিবর্তন। তুলে দেওয়া হয়েছে জিএসটির দুটি স্ল্যাব। আগে ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশের জিএসটি (GST) স্ল্য়াব ছিল। সেই স্ল্য়াবে এবার বদল এনে শুধুমাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ জিএসটিই রাখা হয়েছে। এরফলে একাধিক পণ্যের দাম কমছে। আবার কিছু পণ্য দামীও হতে চলেছে। ২২ সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে চলেছে জিএসটি ২.০।  নতুন জিএসটির স্ল্যাবে কি সোনার গহনার দামেও পরিবর্তন আসবে?     

জিএসটির পরিবর্তনে দুধ, পাউরুটি থেকে শুরু করে টিভি, ফ্রিজ, এসি- অনেক কিছুই সস্তা হচ্ছে। দাম বাড়তে পারে সিগারেট, তামাকজাত পণ্যের। তবে সোনা ও রুপোর গহনার দামে কোনও প্রভাবই পড়বে না জিএসটির, কারণ এতে জিএসটির হার অপরিবর্তিত রাখা হয়েছে। 

সোনা ও রুপোর গহনায় ৩ শতাংশ জিএসটি ছিল। এর উপরে আবার মেকিং চার্জে ৫ শতাংশ জিএসটি বসত। জিএসটি ২.০-তেও এই হার অপরিবর্তিত রাখা হয়েছে।

ধরা যাক আপনি ১০ গ্রামের সোনা কিনেছেন, সোনার দামের উপরে ৩ শতাংশ জিএসটি বসে। মেকিং চার্জে ৫ শতাংশ জিএসটি বসে। ধরা যাক, ১ গ্রাম সোনার দাম ১০ হাজার টাকা। ১০ গ্রাম সোনার দাম পড়বে ১ লক্ষ টাকা। এর উপরে ৩ শতাংশ জিএসটি মানে ৩০০০ টাকা। ধরা যাক, সোনার দামে প্রতি গ্রামে ৫ শতাংশ মেকিং চার্জ। অর্থাৎ ১০ হাজার টাকায় ৫০০ টাকা মেকিং চার্জ পড়বে। অর্থাৎ সব মিলিয়ে ৩৫০০ টাকা জিএসটি লাগবে।