GST, Entertainment Tax: বাড়বে আইপিএল দেখার খরচ, সিনেমা দেখতে চাইলে কমবে?

GST in IPL and Entertainment: সাধারণ সিনেমাপ্রেমীদের জন্য স্বস্তির খবর। যে সিনেমার টিকিটের দাম ১০০ টাকা বা তার কম, সেখানে কমানো হয়েছে জিএসটি। ১২ শতাংশ জিএসটি কমে হয়েছে ৫ শতাংশ।

GST, Entertainment Tax: বাড়বে আইপিএল দেখার খরচ, সিনেমা দেখতে চাইলে কমবে?
Image Credit source: Getty Images

Sep 04, 2025 | 5:54 PM

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের ঘোষণা অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে দেশের করের চিত্রটা। কারণ, একাধিক বিষয়ে GST বা পণ্য ও পরিষেবা কর কমিয়ে যেমন সাধারণের মুখে হাসি ফুটিয়েছেন অর্থমন্ত্রী তেমনই বেশ কিছু ক্ষেত্রে লাফিয়ে বেড়েছে করের অঙ্ক। যার মধ্যে রয়েছে বিলাসবহুল পণ্য ও মদ, সিগারেটের মতো জিনিসও।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলের মতো টুর্নামেন্টের কোনও খেলার টিকিটের উপর এবার থেকে বসতে চলেছে ৪০ শতাংশ কর। এতদিন যে টিকিটের দাম ছিল ৪ হাজার টাকা, সেই টিকিট এবার মিলবে ৪ হাজার ৩৭৫ টাকায়। তবে বেশ কিছুটা সস্তা হবে সিনেমার টিকিটের দাম।

সাধারণ সিনেমাপ্রেমীদের জন্য স্বস্তির খবর। যে সিনেমার টিকিটের দাম ১০০ টাকা বা তার কম, সেখানে কমানো হয়েছে জিএসটি। ১২ শতাংশ জিএসটি কমে হয়েছে ৫ শতাংশ। এর ফলে, বিশেষ করে ছোট শহর, শহরতলি কিম্বা মফস্বলের দর্শক বা যাঁরা সাধারণত সিঙ্গল স্ক্রিনেই সিনেমা দেখেন, তাঁদের খরচ কমবে অনেকটা।

অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপে সরকার যেমন একদিকে যেমন ব্যয়বহুল বিনোদন থেকে রাজস্ব বাড়াতে চাইছে, তেমনই সাধারণ মানুষের বিনোদনের খরচ কমাতে চাইছে। তবে ১০০ টাকার বেশি দামের সিনেমার টিকিট ও অন্যান্য ক্রীড়া ইভেন্টের টিকিটের ক্ষেত্রে আগের মতোই ১৮ শতাংশ জিএসটি বহাল থাকছে। ফলে, আপনার পকেটে চাপ বাড়বে নাকি কমবে সেটা ঠিক হবে আপনি কোন ধরনের বিনোদনের মাধ্যম বেছে নিচ্ছেন।