GST New Regime: হুড়মুড়িয়ে বিক্রি পলিসি! GST-স্বস্তি মিলতেই LIC-তে বাড়ল বিনিয়োগের পরিমাণ

LIC After Gen GST: দীর্ঘদিন ধরেই জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি নিত কেন্দ্র। নতুন কাঠামোয় বাদ পড়েছে সেটিও। নয়া নিয়ম অনুযায়ী, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে থাকবে না কোনও জিএসটি। ফলত রেহাই পেল একটা বড় অংশের মানুষ। রেহাই পেতেই বিনিয়োগের জন্য় দ্বারস্থ হল LIC-র কাছে। হুড়মুড়িয়ে বাড়ল তাদের আয়।

GST New Regime: হুড়মুড়িয়ে বিক্রি পলিসি! GST-স্বস্তি মিলতেই LIC-তে বাড়ল বিনিয়োগের পরিমাণ
প্রতীকী ছবিImage Credit source: DEV IMAGES/Moment/Getty Images and PTI

| Edited By: Avra Chattopadhyay

Sep 28, 2025 | 3:42 PM

নয়াদিল্লি: বিমায় রেহাই। জিএসটি-র নতুন কাঠামো কার্যকর হতেই প্রথম দিনেই রেকর্ড বিনিয়োগ LIC-তে। একদিনে ১ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ পেল দেশের অন্যতম জীবন বিমা সংস্থা। সাধারণ ভাবে প্রতি মাসে বিমা বাবদ ৫ হাজার কোটি টাকার বিনিয়োগ পেয়ে থাকে LIC। কিন্তু জিএসটি রেহাই কার্যকর হতেই সেই এক মাসের আয়ের একটা বড় অংশ ঢুকে গেল একদিনে।

সম্প্রতি, জিএসটি হারে বড় বদল এনেছে কেন্দ্র। আগে যেখানে ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশের কাঠামো ছিল। সেখানে নতুন কাঠামোয় বাদ পড়ল ১২ শতাংশ এবং ২৮ শতাংশ হারের জিএসটি। যার জেরে সেই কাঠামোর অন্তর্গত পণ্য়গুলি নেমে গেল এক ধাপ করে, কমল দাম। দীর্ঘদিন ধরেই জীবন বিমা এবং স্বাস্থ্য বিমায় জিএসটি নিয়ে আসছে কেন্দ্র। যা ঘিরে একাংশের মধ্য়ে তৈরি হয়েছিল চাপা ক্ষোভ। এই ক্ষোভকেই নানা পরিসরে হাতিয়ার করত বিরোধীরা। এমনকি, বিমা থেকে জিএসটি বাতিলের দাবিতে নয়াদিল্লিতে চিঠি পাঠিয়েছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

নতুন কাঠামোয় মিলল সেই স্বস্তি। রাখা হল আর্জি। বাদ পড়েছে জিএসটি। কার্যকর হওয়া নতুন কাঠামো অনুযায়ী, জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ক্ষেত্রে আর থাকবে না কোনও জিএসটি। ফলত রেহাই পেলেন একটা বড় অংশের মানুষ। আর রেহাই পেতেই বিনিয়োগের জন্য় দ্বারস্থ হলেন LIC-র কাছে। হুড়মুড়িয়ে বাড়ল তাদের আয়।

ওয়াকিবহাল মহল বলছে, এই সিদ্ধান্তের মাধ্যমে সাধারণের কাছে বিমা পলিসিকে আরও সস্তা করে দিয়েছে কেন্দ্র। প্রিমিয়ামের ‘জ্বালা’ থেকে কিছুটা হলেও মিলেছে স্বস্তি। যার জেরে একদিনেই হাজার কোটি টাকার বিমা পলিসি বিক্রি করতে সফল হয়েছে LIC। তবে সমস্ত প্রকারের বিমাতেই যে এই জিএসটি ছাড় পাওয়া গিয়েছে এমনটা একদমই নয়।

নয়া নিয়ম অনুযায়ী, সাধারণ বিমা পলিসি, গ্রুপ টার্ম বিমা পলিসি, গ্রুপ মেডিক্যাল বিমা পলিসিতে কোনও ভাবেই প্রযোজ্য হবে না এই ছাড়। তবে কেউ যদি থার্ড পার্টি বিমা পলিসি ব্যবহার করেন, তাদের কোনও চিন্তা নেই। সেক্ষেত্রে এই জিএসটি স্বস্তি দিয়েছে তারা।