GST হতে পারে ৪০ শতাংশ, কতটা চাপে পড়তে পারে মধ্যবিত্ত?

GST: বর্তমানে জিএসটির ৫টি স্তর চালু রয়েছে। তা কমিয়ে ২টিতে নামিয়ে আনা হতে পারে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ।

GST হতে পারে ৪০ শতাংশ, কতটা চাপে পড়তে পারে মধ্যবিত্ত?
Image Credit source: Nora Carol Photography/Moment/Getty Images

Aug 19, 2025 | 4:23 PM

দীপাবলির আগেই দেশের সাধারণ মানুষকে স্বস্তি দিতে জিএসটিতে আমূল সংস্কারের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা দেশবাসীর জন্য দীপাবলীর উপহার, এমনও বলেছেন তিনি। মনে করা হচ্ছে আগের সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি কমিয়ে সর্বোচ্চ ১৮ শতাংশ জিএসটি চালু করা হতে পারে।

বর্তমানে জিএসটির ৫টি স্তর চালু রয়েছে। তা কমিয়ে ২টিতে নামিয়ে আনা হতে পারে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। তবে সিগারেট, পানমশলার মতো ক্ষতিকারণ পণ্য বসতে পারে ৪০ শতাংশ জিএসটি। এমনকি সেই ৪০ শতাংশ জিএসটি বসতে পারে অনলাইন গেমিংয়েও। অনলাইন গেমিং থেকে উপার্জনেও বসতে পারে এই পরিমাণ জিএসটি। এই বিভাগে কোন কোন পণ্য থাকবে তা অবশ্য ঠিক করবে রাজস্ব দফতর।

তবে, অনলাইন গেমিং ছাড়াও এই বিভাগে রাখা হতে পারে পানমশলা, সিগারেট, বিলাসবহুল গাড়িকেও। সরকারের এই ৪০ শতাংশ জিএসটি নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে সরব হতে পারে অনলাইন গেমিং সংস্থাগুলো। বর্তমানে অনলাইন গেমিয়ের উপর ২৮ শতাংশ জিএসটি নেয় সরকার। তা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল একাধিক সংস্থা। আর এবার ৪০ শতাংশ জিএসটি চালু হলে সেই সব সংস্থার চিন্তা যে বাড়বে তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, জিএসটির তালিকা সংস্কারের জন্য গত ৬ মাস ধরে কাজ করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আশা করা হচ্ছে দীপাবলির আশেপাশে চালু হতে পারে নতুন কর কাঠামো। আর তাতে সস্তা হবে অনেক পণ্যের দামই।