GST Price Drop: সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে আপনার সাবান, চকলেটের দাম কি সত্যিই কমবে?

Nirmala Sitharaman, GST: তথ্য বলছে, এফএমসিজি সেক্টরের একাধিক সংস্থার কাছে প্রায় ২ হাজার কোটি টাকার পুরনো প্যাকেজিং মজুত রয়েছে। একাধিক পণ্যের সেই প্যাকেটে লেখা রয়েছে পুরনো দাম। যেখানে বাড়তি জিএসটির কারণে বেশি দাম লেখা রয়েছে।

GST Price Drop: সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে আপনার সাবান, চকলেটের দাম কি সত্যিই কমবে?
Image Credit source: PTI

Sep 10, 2025 | 1:21 PM

ভারতীয়দের জন্য দীপাবলির উপহার হিসাবে নতুন জিএসটি আসছে, আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর সেপ্টেম্বর মাসের শুরুর দিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ঘোষণা অনুযায়ী আগামী ২২ সেপ্টেম্বর থেকে একাধিক জিনিসের জিএসটি কমার কথা। আর জিএসটি কমলে হিসাব মতো কমবে জিনিসের দামও। দাম কমার কথা আপনার ব্যবহৃত সাবান, টুথপেস্ট থেকে শুরু করে চকলেটের। কিন্তু সত্যিই কি দাম কমবে?

এখানেই একটি বড় সমস্যা তৈরি হয়েছে। তথ্য বলছে, এফএমসিজি সেক্টরের একাধিক সংস্থার কাছে প্রায় ২ হাজার কোটি টাকার পুরনো প্যাকেজিং মজুত রয়েছে। একাধিক পণ্যের সেই প্যাকেটে লেখা রয়েছে পুরনো দাম। যেখানে বাড়তি জিএসটির কারণে বেশি দাম লেখা রয়েছে।

সংস্থাগুলো এই বিপুল পরিমাণ প্যাকেজিং নষ্ট করতে চাইছে না। তাই তারা অর্থ মন্ত্রকের কাছে একটি প্রস্তাব দিয়েছে। পুরনো প্যাকেজিং দিয়ে প্যাকেট করা পণ্য নতুন জিএসটি অনুযায়ী কম দামে বিক্রি করার অনুমতি চেয়েছে এফএমসিজি সংস্থাগুলো। Parle ও Amul-এর মতো সংস্থা জানিয়েছে, তারা বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের তাদের পণ্যের নতুন দাম জানিয়ে দেবে।

কোন কোন জিনিসের দাম কমতে পারে? চকলেট, বিস্কুট, সাবান, টুথপেস্টের মতো পণ্যে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর ১৮ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হচ্ছে। মাখন, চিজে কর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হচ্ছে।

পার্লে প্রোডাক্টসের ভাইস-প্রেসিডেন্ট ময়ঙ্ক শাহ জানিয়েছেন, তাঁরা কর ছাড়ের পুরো সুবিধাটাই গ্রাহকদের দিতে চান। কিন্তু পুরনো স্টক নিয়ে সরকারের উত্তরের অপেক্ষায় আছেন তাঁরা।

সুতরাং, ২২ তারিখের পর পুরনো প্যাকেটের জিনিস কিনলেও আপনাকে দিতে হবে নতুন, কম দাম। ফলে, কেনার আগে নতুন করযুক্ত দামের বিজ্ঞাপন বা দোকানে দেওয়া সংস্থার নোটিসে চোখ রাখুন।