Modi on GST: এসি থেকে বাইক, মোদীর কথা মতো GST সরল হলে দাম কমবে কোন কোন পণ্যের?

Modi on GST: যথাক্রমে ১২ শতাংশ ও ২৮ শতাংশ জিএসটি স্ল্যাবকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরেই রয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠক সেখানেই এই বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

Modi on GST: এসি থেকে বাইক, মোদীর কথা মতো GST সরল হলে দাম কমবে কোন কোন পণ্যের?
Image Credit source: PTI

|

Aug 17, 2025 | 6:20 PM

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সরলীকরণের পথে নেমেছে কেন্দ্র। ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে কর থেকে ‘স্বাধীনতার’ই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সরলীকৃত জিএসটি ব্য়বস্থা যে নতুন প্রজন্মের জন্য একটা বড় উপহার হতে চলেছে সেই কথাটাও শোনা গিয়েছে তাঁর বার্তায়।

কিন্তু সরলীকৃত জিএসটি ঠিক কেমন দেখতে হবে? বর্তমানে দেশে বিক্রি হওয়া পণ্যগুলি ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ জিএসটি কাঠামোর আওতা ভুক্ত। পিটিআই সূত্রে খবর, এই চারটি কাঠামোর দু’টি কাঠামো যথাক্রমে ১২ শতাংশ ও ২৮ শতাংশ জিএসটি স্ল্যাবকে সরিয়ে দেওয়ার চিন্তা করছে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বরেই রয়েছে জিএসটি কাউন্সিলের বৈঠক সেখানেই এই বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

এবিপি লাইভের একটি প্রতিবেদন অনুযায়ী, ১২ শতাংশ ও ২৮ শতাংশের কাঠামো ভেঙে ফেলা হলে সেই কাঠামোর আওতায় থাকা পণ্য়গুলি চলে আসবে তার নীচের কাঠামোতে। অর্থাৎ ১২ শতাংশের কাঠামোয় থাকা পণ্য নেমে আসবে ৫ শতাংশে। ২৮ শতাংশের পণ্যগুলি নেমে আসবে ১৮ শতাংশে।

সস্তা হবে কোন পণ্যগুলি?

কেন্দ্র যদি কাঠামো পরিবর্তনের এই সিদ্ধান্ত চূড়ান্ত করে তা হলে চুলে মাখার তেল, মাজন, সাবান, যে কোনও রকমের প্রক্রিয়াজাত খাদ্য, ফ্রোজেন সবজি, কনডেন্সড মিল্ক, কম্পিউটার, মোবাইল, গিজার, সাইকেল, কুকার, ভ্য়াকিউম ক্লিনার, কৃষি সংক্রান্ত মেশিনের মতো সামগ্রীগুলি যা এতদিন ১২ শতাংশের কাঠামোর অন্তর্গত ছিল, তা এক ধাপ নেমে পড়বে ৫ শতাংশে।

অন্যদিকে ২৮ শতাংশের কাঠামোর আওতায় থাকা পণ্য যেমন এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, বাইকের মতো বহু পণ্যে জিএসটি নেমে আসবে ১৮ শতাংশে। অতএব অল্প হলেও সাশ্রয় হবে ক্রেতাদের।