Luxury Brands: ভারতে আরও ব্যবসা বাড়াচ্ছে গুচি-লুই ভিট্টোর মতো লাক্সারি ব্র্যান্ড

Mumbai: নতুন আউটলেট খুলতে চলেছে গুচি, লুই ভিট্টো, ডিওর-এর মতো নামী সংস্থাগুলি। বাণিজ্যনগরী মুম্বইয়ে নতুন মল তৈরি করছেন মুকেশ অম্বানী। বিশ্বের প্রথম সারির বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডগুলি সেখানে নিজেদের আউটলেট খুলতে চলেছে।

Luxury Brands: ভারতে আরও ব্যবসা বাড়াচ্ছে গুচি-লুই ভিট্টোর মতো লাক্সারি ব্র্যান্ড
ভারতে ব্যবসা বাড়াচ্ছে গুচি, লুই ভিট্টোImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Sep 17, 2023 | 6:30 AM

মুম্বই: ভারতের মাটিতে আরও ব্যবসা বাড়াচ্ছে গুচি, লুই ভিট্টোর মতো নামী অভিজাত সংস্থাগুলি। নতুন আউটলেট খুলতে চলেছে গুচি, লুই ভিট্টো, ডিওর-এর মতো নামী সংস্থাগুলি। বাণিজ্যনগরী মুম্বইয়ে নতুন মল তৈরি করছেন মুকেশ অম্বানী। বিশ্বের প্রথম সারির বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডগুলি সেখানে নিজেদের আউটলেট খুলতে চলেছে। চলতি বছরেই রিলায়েন্স গোষ্ঠীর এই লাক্সারি মল খুলে যাচ্ছে বলে খবর।

এই লাক্সারি মলে কোন কোন সংস্থা নিজেদের আউটলেট খুলছে, সেই বিষয়ে রিলায়েন্সের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। তবে রিয়েল এস্টেটের খুঁটিনাটি নিয়ে কাজ করা সিআরই ম্যাট্রিক্সের তরফে এই লাক্সারি মলে কারা কারা আউটলেট লিজ়ে নিচ্ছে, সেই নথি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে গুচি, বুলগারি, লুই ভিট্টো-সহ একাধিক নামী ব্র্যান্ড নিজেদের আউটলেট খুলতে চলেছে মুম্বইয়ের অম্বানীদের এই লাক্সারি মলে। সিআরই ম্যাট্রিক্সের দেওয়া তথ্য অনুযায়ী রিলায়েন্সের মলে আউটলেট খোলার জন্য সংস্থাগুলি মাসিক আয়ের ৪-১২ শতাংশ পর্যন্ত রিলায়েন্সকে দিতে চলেছে।

জানা যাচ্ছে, লুই ভিট্টোর সবথেকে বড় আউটলেট খুলতে চলেছে মুম্বইয়ের লাক্সারি মল জিও ওয়ার্ল্ড প্লাজ়ায়। লুই ভিট্টোর যে চারটি আউটলেট রয়েছে, তার থেকেও অনেক বেশি জায়গা নিয়ে খুলতে চলেছে মুম্বইয়ের এই আউটলেটটি। প্রায় সাড়ে সাত হাজার বর্গফুটের উপর তৈরি হচ্ছে এই আউটলেট। এর পাশাপাশি কার্টিয়ার নিজেদের দ্বিতীয় আউটলেট খুলতে চলেছে এখানে, আর ডিওর খুলতে চলেছে নিজেদের তৃতীয় আউটলেট।

ভারতে সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে লাক্সারি ব্র্যান্ডের প্রতি চাহিদা বাড়ছে, সেই জায়গায় মুম্বইয়ের এই মল লাক্সারি ব্র্যান্ড-প্রেমীদের আরও টানবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এর পাশাপাশি ভারতের অর্থনীতির বিকাশও হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।