
ভারতের প্রথম সারির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা হল হ্যাল বা হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড। এই রাষ্ট্রায়ত্ত সংস্থা দেশের প্রতিরক্ষার জন্য অবিরাম কাজ করে চলেছে। কিন্তু এই অবিরাম কাজ করার পরও সংস্থার হাতে এখনও কয়েক লক্ষ কোটি টাকার অর্ডারের ব্যাকলগ রয়েছে। আর সেই অর্ডারের চাপ সামলাতেই নাভিশ্বাস উঠছে তাদের।
তথ্য বলছে এই মুহূর্তে হ্যালের হাতে রয়েছে প্রায় ২ লক্ষ ৭০ হাজার কোটির অর্ডার। যা তারা এখনও ডেলিভার করে উঠতে পারেনি। যদিও বারে বারে প্রশ্নের মুখে পড়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজের গতি। কারণ, সময় মতো অর্ডার ডেলিভারি করার ক্ষেত্রে ক্রমশ পিছিয়ে পড়েছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড। এবার এই সমস্যার সমাধানেই মাঠে নেমেছে আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা বোস্টন কনসাল্টিং গ্রুপ।
বোস্টন কনসাল্টিং গ্রুপ তাদের প্রথম রিপোর্টটি আগামী মার্চ মাসের মধ্যে তৈরি করে ফেলবে বলে আশা করা হচ্ছে। মূল লক্ষ্য একটাই: হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করে উৎপাদন প্রক্রিয়াকে দ্রুততর করা। বিশেষত, তেজসের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধবিমানের দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে এই পরিবর্তন অপরিহার্য। কারণ, ভারতীয় বায়ুসেনার প্রয়োজন মেটাতে পুরনো কাঠামোর দুর্বলতা সবার আগে শুধরে নিতে চাইছে এই রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা।
হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদিও অভ্যন্তরীণ নয়, বরং সাপ্লাই চেনের। তেজস উৎপাদনের গতি কমে যাওয়ার অন্যতম কারণ যদিও General Electric (GE)-এর F404 টার্বোফ্যান ইঞ্জিন সরবরাহতে দেরি। এই ধরনের বাধা কাটিয়ে ওঠার জন্যও কাজ করেছে সংস্থাটি।