
নয়া দিল্লি: সামনেই বাড়িতে বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠান? লকার থেকে সোনার গহনা (Gold Jewellery) বের করে আপনার মনে হতেই পারে, গহনার ডিজাইন বা নকশা অনেক পুরনো হয়ে গিয়েছে। এই গহনা বদলে নতুন সোনার গহনা কিনবেন। আগে এই গহনা বদলে সমান ওজনের অন্য় গহনা কেনার চল থাকলেও, এবার সেই পদ্ধতি ধীরে ধীরে জটিল হতে চলেছে। কারণ কেন্দ্রীয় সরকারের তরফে সোনার গহনার হলমার্কিং (Hallmarking) নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে, এবার থেকে সোনার গহনা কেনা-বেচার ক্ষেত্রে হলমার্ক (Gold Hallmark) থাকা বাধ্য়তামূলক। গত ১ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। আর কেন্দ্রের এই নিয়মেই ফাঁপরে পড়েছেন বহু মানুষ। গহনা বদলাতে গেলে স্বর্ণ ব্যবসায়ীরা জানিয়ে দিচ্ছেন, হলমার্ক না থাকার কারণে এক্সচেঞ্জ বা পরিবর্তন করা সম্ভব নয়। অর্থাৎ যাদের কাছে পুরনো গহনা রয়েছে, তারা নতুন গহনা কেনার জন্য ওই গহনা আর ব্য়বহার করতে পারবেন না। তাহলে কি ওই সোনার গহনার কোনও মূল্য রইল না? উত্তরটা হল, না, ওই সোনার গহনার এখনও একই মূল্য় থাকবে। তবে সেই গহনায় থাকতে হবে হলমার্ক।
কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, সবরকমের সোনার গহনার বিশুদ্ধতা ও পরিচিতির জন্য় তাতে হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকা বাধ্যতামূলক। এই হলমার্ক নম্বরই গহনার বিশুদ্ধতা কতটা, তা জানাবে। অর্থাৎ গহনাটি ১৮ ক্যারেট না ২২ ক্য়ারেট নাকি ২৪ ক্যারেট, তা জানা যাবে ওই নম্বরটি দেখেই। এবার প্রশ্ন হচ্ছে, যাদের কাছে পুরনো গহনা রয়েছে, তারা কীভাবে গহনায় হলমার্ক করাবেন?
এক্ষেত্রে গহনা নিয়ে আপনাকে বিআইএস নথিভুক্ত গহনা বিক্রেতার কাছে যেতে হবে। সেখানেই সোনার গহনা প্রস্তুতকারী বা ব্য়বসায়ীরা গহনায় হলমার্ক করে দেবেন। প্রত্য়েকটি গহনা পিছু ৪৫ টাকা চার্জ দিতে হবে।
এছাড়া আপনি বিআইএস স্বীকৃত কোনও অ্যাসেসিং অ্যান্ড হলমার্কিং সেন্টারে গিয়েও পুরনো গহনায় হলমার্ক করাতে পারেন।
পাঁচ বা তার বেশি গহনা থাকলে, প্রত্য়েক গহনা পিছু ৪৫ টাকা দিতে হবে, অথবা চারটি গহনার হলমার্কিং বাবদ ২০০ টাকা চার্জ দিতে হবে।
এক্ষেত্রে মনে রাখবেন, পরীক্ষা বা হলমার্কিংয়ের জন্য যে গহনা দেওয়া হবে, তার ওজন হলমার্কিংয়ের পরও একই থাকবে।
আপনার বাড়ির আশেপাশেই কোথায় বিআইএস-র সেন্টার রয়েছে, তা জানার জন্য বিআইএস ওয়েবসাইট https://www.manakonline.in/MANAKAHCListForWebsite – এ ক্লিক করলেই বিস্তারিত তথ্য জানতে পারবেন।