Bank Fraud: হর্ষদ মেহতার কায়দায় জালিয়াতি কলকাতায় বসে! CBI-র হাতে গ্রেফতার রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কের ম্যানেজার-সহ ২

Bank Fraud: বরাত পাওয়ার পর মধ্যপ্রদেশ সরকারের তদন্তে জালিয়াতি সামনে আসে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে মামলা করে সিবিআই। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, দিল্লি-সহ পাঁচ রাজ্যে তল্লাশি চালায় সিবিআই।

Bank Fraud: হর্ষদ মেহতার কায়দায় জালিয়াতি কলকাতায় বসে! CBI-র হাতে গ্রেফতার রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কের ম্যানেজার-সহ ২
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

| Edited By: জয়দীপ দাস

Jun 20, 2025 | 9:18 PM

কলকাতা: ভারতীয় স্টক মার্কেটের সবচেয়ে বড় জালিয়াত হর্ষদ মেহতার কায়দায় জালিয়াতি কলকাতায় বসে। সিবিআইয়ের হাতে গ্রেফতার ২। ১৮৩ কোটি টাকার জাল ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে প্রতারণার অভিযোগে কলকাতা থেকে গ্রেফতার গোবিন্দ চন্দ্র হাঁসদা ও মহম্মদ ফিরোজ খান। গোবিন্দ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার বলে খবর। 

অভিযোগ, আটটি জাল ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে মধ্যপ্রদেশের একটি সেচের বরাত পায় একটি বেসরকারি সংস্থা। ওই সংস্থাকে জাল ব্যাঙ্ক গ্যারান্টি তুলে দিয়েছিল রাষ্ট্রয়ত্ত্ব ব্যাঙ্কের ম্যানেজার ও তাঁর সঙ্গী। ১৮৩ কোটি টাকার জাল ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে হাজার কোটির বরাত পেয়েছিল বেসরকারি সংস্থাটি।

বরাত পাওয়ার পর মধ্যপ্রদেশ সরকারের তদন্তে জালিয়াতি সামনে আসে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে মামলা করে সিবিআই। বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, দিল্লি-সহ পাঁচ রাজ্যে তল্লাশি চালায় সিবিআই। গ্রেফতার করা হয় দু’জনকে। সিবিআইয়ের দাবি কলকাতা থেকেই এই চক্র চলছিল। এই চক্রের সঙ্গে আর কোনও ব্যাঙ্ক কর্মী বা কোনও ঊর্ধ্বতন কর্তা জড়িত আছেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চলছে জিজ্ঞাসাবাদ। 

১৯৯২ সালে সেই হর্ষদ মেহেতার রহস্য ভেদ করেন বিখ্যাত সাংবাদিক সুচেতা দালাল। সামনে আসে ৫ হাজার কোটির কেলেঙ্কারি। শেয়ার মার্কেকেটের ‘বিগ বুলের’ সত্য জেনে দুলে ওঠে গোটা দেশ। তাঁর বিরুদ্ধেও একইভাবে জাল ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে জালিয়াতির অভিযোগ উঠেছিল। জড়িয়ে গিয়েছিলেন নামকরা সব ব্যাঙ্কের কর্তারা। যদিও ২০০১ সালে শারীরিক অসুস্থায় মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।