
যেন আরবিআইয়ের রেপো রেট কাটের অপেক্ষাতেই বসে ছিল বাণিজ্যিক ব্যাঙ্কগুলো। আর রেপো রেট কাট হওয়ার পরই তারা হুড়মুড়িয়ে কমিয়ে দিল ফিক্সড ডিপোজিটের সুদের হার। ১০ জুন থেকে ফিক্সড ডিপোজিট ও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। তারা ফিক্সড ডিপোজিটের সুদের হার কমিয়েছে ২৫ বেসিস পয়েন্ট।
সেভিংস অ্যাকাউন্টের সুদের পরিমাণ ২.৭৫ শতাংশ করা হয়েছে। অ্যাকাউন্টে যে পরিমাণ ব্যালেন্সই থাক না কেন, এই সুদের হারই প্রযোজ্য হবে সেভিংস অ্যাকাউন্টের উপর। আগে অ্যাকাউন্টে ৫০ লক্ষের উপর ব্যালেন্স থাকলে ৩.২৫ শতাংশ হাতে সুদ দিত এইচডিএফসি ব্যাঙ্ক এখন সেখানেও কমল সুদের হার।
ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমিয়েছে এই বেসরকারি ব্যাঙ্ক। ৩ কোটির কমে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমেছে ০.২৫ শতাংশ। বর্তমানে ২.৭৫ শতাংশ থেকে ৬.৬০ শতাংশ হারে ফিক্সড ডিপোজিটে সুদ পাবেন সাধারণ মানুষ। যদিও সিনিয়র সিটিজেন হলে এই হার হবে ৩.২৫ থেকে ৭.১০ শতাংশ। ১০ জুনের আগে সাধারণ মানুষের জন্য এই সুদের হারের পরিমাণ ছিল ৩ শতাংশ থেকে ৬.৮৫ শতাংশের মধ্যে। আর সিনিয়র সিটিজেনদের জন্য এই হার ছিল ৩.৫ শতাংশ থেকে ৭.৩৫ শতাংশ।
কিন্তু এই ধরণের পদক্ষেপ হঠাৎ কেন করল এইচডিএফসি ব্যাঙ্ক? আসলে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়েছে যাতে সাধারণ মানুষ অল্প সুদে ঋণ নিতে পারে। যাতে বাজারে লিক্যুইডিটি বা অর্থের লেনদেন বৃদ্ধি পায়। আর এতে গতি পাবে দেশের অর্থনীতি।
এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়াও এই ধরণের পদক্ষেপ করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো। যদিও এই সুদের হার পরিবর্তন আসলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মানিটারি পলিসির পরিবর্তনকেই চিত্রায়িত করে।