Highest FD Interest Rates: এই দুই ব্যাঙ্কের স্থায়ী আমানতে ৯ শতাংশ পর্যন্ত মিলবে সুদ

Highest FD Interest Rates: স্থায়ী আমানতে বেশ কিছু ব্যাঙ্ক ৯ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। সূর্যোদয়া স্মল ফিন্যান্স ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে ৯.২৬ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

| Edited By: অঙ্কিতা পাল

Dec 13, 2022 | 9:00 AM

1 / 6
সঞ্চয়ের জন্য অন্যতম নিরাপদ উপায় হল ব্য়াঙ্কের এফডি। এখানে যেমন ভাল সুদ মেলে। তেমনি টাকা ফেরত পাওয়াও থাকে নিশ্চিত। এদিকে গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। এখন তাঁরা স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে মিলবে ৯ শতাংশ পর্যন্ত সুদ। এক নজরে এরকম একাধিক সুদের হার দেখে নেওয়া যাক।

সঞ্চয়ের জন্য অন্যতম নিরাপদ উপায় হল ব্য়াঙ্কের এফডি। এখানে যেমন ভাল সুদ মেলে। তেমনি টাকা ফেরত পাওয়াও থাকে নিশ্চিত। এদিকে গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। এখন তাঁরা স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে মিলবে ৯ শতাংশ পর্যন্ত সুদ। এক নজরে এরকম একাধিক সুদের হার দেখে নেওয়া যাক।

2 / 6
বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

বর্তমানে পিপিএফ এ ৭.১ শতাংশ হারে মিলছে সুদ। এবার বিনিয়োগকারীরা এর উপর সুদের হার বৃদ্ধির আশা করছে। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক অর্থবর্ষে পঞ্চমবারের জন্য রেপো রেট বৃদ্ধি করেছে। এর পরই ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। ফলে পিপিএফ এও সুদের হার বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিনিয়োগকারীরা।

3 / 6
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পিপিএফ এ সুদের হার ছিল ৭.৪ শতাংশ। ২০১৯ সালের জুন মাসে তা ৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তারপর থেকেই পিপিএফ এ সুদের হার ফের পড়তে শুরু করে। বর্তমানে ৭.১ শতাংশ হারে পিপিএফ এ সুদ মিলছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পিপিএফ এ সুদের হার ছিল ৭.৪ শতাংশ। ২০১৯ সালের জুন মাসে তা ৮ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে তারপর থেকেই পিপিএফ এ সুদের হার ফের পড়তে শুরু করে। বর্তমানে ৭.১ শতাংশ হারে পিপিএফ এ সুদ মিলছে।

4 / 6
কানাড়া ব্যাঙ্ক ৬৬৬ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

কানাড়া ব্যাঙ্ক ৬৬৬ দিনের মেয়াদের স্থায়ী আমানতে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।

5 / 6
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

6 / 6
এমনিতে কেন্দ্রীয় সরকার  প্রতি ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সংশোধন করার বিষয়ে পুনর্বিবেচনা করে। সেই হিসেব মতো পরবর্তী সংশোধন এই মাসের শেষেই হওয়ার কথা। ফলে নতুন বছরের প্রথমার্ধ্বে পিপিএফ- এ কোন হারে সুদ মিলবে তা ৩১ ডিসেম্বরের মধ্যেই জানা যাবে।

এমনিতে কেন্দ্রীয় সরকার প্রতি ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সংশোধন করার বিষয়ে পুনর্বিবেচনা করে। সেই হিসেব মতো পরবর্তী সংশোধন এই মাসের শেষেই হওয়ার কথা। ফলে নতুন বছরের প্রথমার্ধ্বে পিপিএফ- এ কোন হারে সুদ মিলবে তা ৩১ ডিসেম্বরের মধ্যেই জানা যাবে।