২২ তারিখ থেকে সস্তা হয়ে যাচ্ছে Dove, Horlicks, Lakme-র প্রোডাক্ট, নতুন দাম কত হচ্ছে, জেনে নিন

GST Rate Change: জিএসটির স্ল্যাব বদল করায় দাম কমতে চলেছে একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই নতুন জিএসটির স্ল্যাব কার্যকর হচ্ছে। জিনিসপত্রের দাম কমবে, এ কথা সকলে জানেন, কিন্তু কত টাকা কমবে, এই প্রশ্নই ঘুরছে সকলের মনে।

২২ তারিখ থেকে সস্তা হয়ে যাচ্ছে Dove, Horlicks, Lakme-র প্রোডাক্ট, নতুন দাম কত হচ্ছে, জেনে নিন
প্রতীকী চিত্রImage Credit source: X

|

Sep 14, 2025 | 1:11 PM

নয়া দিল্লি: সরকারের সিদ্ধান্তে স্বস্তিতে মধ্যবিত্তরা। জিএসটির স্ল্যাব বদল করায় দাম কমতে চলেছে একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যের। আগামী ২২ সেপ্টেম্বর থেকেই নতুন জিএসটির স্ল্যাব কার্যকর হচ্ছে। জিনিসপত্রের দাম কমবে, এ কথা সকলে জানেন, কিন্তু কত টাকা কমবে, এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। সাধারণ মানুষকে স্বস্তি জুগিয়ে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড জানিয়ে দিল, তাদের কোন পণ্যের দাম কত হতে চলেছে।

হিন্দুস্তান ইউনিলিভার জানিয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকেই নতুন দাম কার্যকর হতে চলেছে। কোন জিনিসের কত দাম হচ্ছে, দেখে নিন-

পণ্য ওজন আগের দাম নতুন দাম
ডাভ শ্যাম্পু ৩৪০ এমএল ৪৯০ টাকা ৪৩৫ টাকা
লাইফবয় সাবান ৭৫ গ্রাম ৬৮ টাকা ৬০ টাকা
হরলিক্স ২০০ গ্রাম ১৩০ টাকা ১১০ টাকা
কিসান জ্যাম  ২০০ গ্রাম ৯০ টাকা ৮০ টাকা
ক্লিনিক প্লাস শ্যাম্পু ৩৩৫ এমএল ৩৯৩ টাকা ৩৪০ টাকা
সানসিল্ক ব্ল্যাক শ্যাম্পু ৩৫০ এমএল ৪৩০ টাকা ৩৭০ টাকা
ডাভ সিরাম বার ৭৫ গ্রাম ৪৫ টাকা ৪০ টাকা
লাক্স রেডিয়েন্ট গ্লো সাবান ৭৫ গ্রাম*৪ ৯৬ টাকা ৮৫ টাকা
ক্লোজআপ টুথপেস্ট ১৫০ গ্রাম ১৪৫ টাকা ১২৯ টাকা
ল্যাকমে ৯ টু ৫ কমপ্যাক্ট  ৯ গ্রাম  ৬৭৫ টাকা ৫৯৯ টাকা
কিসান কেচআপ  ৮৫০ গ্রাম ১০০ টাকা ৯৩ টাকা
হরলিক্স ওমেন্স প্লাস ৪০০ গ্রাম ৩২০ টাকা ২৮৪ টাকা
বুস্ট ২০০ গ্রাম ১২৪ টাকা ১১০ টাকা
ব্রু কফি ৭৫ গ্রাম ৩০০ টাকা ২৭০ টাকা
নর টমেটো স্যুপ ৬৭ গ্রাম ৬৫ টাকা ৫৫ টাকা
হেলম্যান রিয়েল মেয়োনিজ  ২৫০ গ্রাম ৯৯ টাকা  ৯০ টাকা

 

এইচইউএল (HUL ) জানিয়েছে, ইতিমধ্যেই নতুন এমআরপি ছাপানো প্যাকেট মার্কেটে পৌঁছে দেওয়া হচ্ছে।