
ডোনাল্ড ট্রাম্প, এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে বিতর্কিত রাষ্ট্রনেতা। আমেরিকার সময় ২৭ অগস্ট রাত ১২টা বেজে ১ মিনিট অর্থাৎ ভারতীয় সময় ২৭ অগস্ট সকাল ৯টা বেজে ১ মিনিট থেকে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ ভারতের উপর কেন এত রাগ ট্রাম্পের? আসলে, রাশিয়ান তেলের অন্যতম বড় ক্রেতা ভারত। আর সেই কারণেই ট্রাম্পের রোষের মুখে পড়েছে আমাদের দেশ। ট্রাম্পের রোষানলে পড়ে চাপে পড়তে পারে ভারতের একাধিক সেক্টর। এর মধ্যে সবচেয়ে বড় সেক্টর হল বস্ত্রবয়ন ও পোশাক শিল্প। এ ছাড়াও জেম অ্যান্ড জুয়েলারি, সি ফুড, কার্পেট ও ফার্নিচার, চামড়া ও জুতো, রাসায়নিক ও চাষাবাদের সঙ্গে যুক্ত সেক্টর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে। কতটা চাপে বাংলা? দেশের একাধিক সেক্টর চাপে পড়লে সেই চাপের প্রভাব আসবে বাংলার দিকেও। কারণ, বস্ত্রবয়ন ও পোশাক শিল্পের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নাম। এ...