
ধোনি বা কোহলি কিম্বা সচিন তেন্ডুলকর কত টাকা উপার্জন করেন জানেন? টাকার অঙ্ক শুনে রীতিমতো চমকে গিয়েছেন মাইকেল ভন ও অ্যালিস্টার কুকের মতো প্রাক্তন ক্রিকেটররা। একটি পডকাস্টে রবি শাস্ত্রীর সঙ্গে ছিলেন মাইকেল ভন, ডেভিড লয়েড, অ্যালিস্টার কুক ও ফিল টাফনেল। আর সেখানেই ভন জানতে চান ধোনি বা সচিন ঠিক কর উপার্জন করেন?
ধোনি ও সচিন অবসর নিয়েছেন। কিন্তু কোহলি এখনও খেলে চলেছেন। ফলে, কোহলি বোর্ডের চুক্তি থেকে ও ম্যাচ ফি থেকে উপার্জন করেন। কিন্তু বাকি ক্রিকেটারদের উপার্জন কোথা থেকে আসে? এখানেই উত্তর দেন শাস্ত্রী। শাস্ত্রী বলেন, ওরা অনেক টাকা উপার্জন করেন। কিন্তু কোথা থেকে উপার্জন করেন তাও স্পষ্ট করে দিয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ওরা বিজ্ঞাপন থেকে উপার্জন করেন অনেক টাকা।
“বছরে প্রায় ১০০ কোটি টাকা উপার্জন করে। অর্থাৎ, ১ কোটি পাউন্ডের মতো”, সংযোজন করেন শাস্ত্রী। শাস্ত্রীর কথা শুনে চমকে যান সেখানে উপস্থিত প্রাক্তন ক্রিকেটাররা। তিনি আরও বলেন, “ধোনি, সচিন বা কোহলিরা ১৫-২০টার বেশি বিজ্ঞাপন করেন”। ফলে এই বিজ্ঞাপন থেকে ওই পরিমাণ অর্থ উপার্জন করতে খুব অসুবিধা হয় না।