2000 Note Update: ২০০০ টাকার নোট সম্পর্কে বড় তথ্য দিল RBI, কত টাকা ফিরল বাজারে?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 18, 2023 | 7:21 AM

2000 Note Update: ২০০০ টাকার নোটে নয়, ছোট নোটের আকারে তা বাজারে ফিরে গিয়েছে।

2000 Note Update: ২০০০ টাকার নোট সম্পর্কে বড় তথ্য দিল RBI, কত টাকা ফিরল বাজারে?
ফাইল চিত্র

Follow Us

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে কিছুদিন আগেই। আর সেই ঘোষণারও কয়েক মাস কেটে গিয়েছে। ইতিমধ্যে বাজারে থাকা ২০০০ টাকার নোট ফিরে আসতে শুরু করেছে বলে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে।

যদিও ঠিক কত নোট ব্যাঙ্কে ফিরল, তা নিয়ে নয়া তথ্য দেওয়া হল রিজার্ভ ব্যাঙ্কের তরফে, যা খুবই গুরুত্বপূর্ণ। রিজার্ভ ব্যাঙ্কের দাবি, নোট তুলে নেওয়ার ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত ১.৮০ লক্ষ কোটি টাকা ‘নোট’ আকারে ফিরে এসেছে, যার মধ্যে ৮৩ হাজার কোটি টাকারও বেশি বাজারে ফিরে এসেছে।

অবাক হওয়ার কিছু নেই। ২০০০ টাকার নোটে নয়, ছোট নোটের আকারে তা বাজারে ফিরে গিয়েছে। ফেরৎ আসা বাকি টাকা ব্যাঙ্কের অ্যাকাউন্টে আছে বলেই এক বিবৃতিতে জানাচ্ছে আরবিআই। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানাচ্ছে, গত ২ জুন পর্যন্ত ২০০০ টাকার নোট আকারে ব্যাঙ্কগুলিতে ১.৮০ লক্ষ কোটি টাকা এসেছে, যা মোট টাকার প্রায় ৫০ শতাংশ বলেও জানানো হয়েছে। আর এর পরিবর্তে ৮৩ ২৪২ কোটি টাকা বাজারে ফিরে গিয়েছে, তা ৫০০, ২০০ এবং ১০০ টাকার নোটে ফিরে গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত মে মাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করে। আর এরপর ২৩ মে থেকে ব্যাঙ্কে ২০০০ টাকার নোট ফেরত আসা শুরু হয়। সেই প্রক্রিয়া এখনও চলছে। রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী তা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Next Article