Dhanteras Business: দেশ জুড়ে ৫০ হাজার কোটির লেনদেন, ধনতেরাসের দিন কত কোটির গয়না বিক্রি হল জানেন?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 12, 2023 | 6:06 AM

Dhanteras Business: জানা যাচ্ছে রাজধানী দিল্লির চাঁদনি চক, সদর বাজারের অবস্থা এমন ছিল যে বাজারে পা ফেলার জায়গাও ছিল না এবং লোকজনের দীর্ঘ লাইন পেরিয়ে যেতে হয়েছে ক্রেতাদের। কেউ কিনেছেন সোনা, রুপো, কেউ বাসনপত্র, কেউ আবার দুই বা চার চাকার গাড়ি।

Dhanteras Business: দেশ জুড়ে ৫০ হাজার কোটির লেনদেন, ধনতেরাসের দিন কত কোটির গয়না বিক্রি হল জানেন?
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দীপাবলির আগে শুক্রবার দেশ জুড়ে পালিত হল ধনতেরাস। এই দিনে মূলত সোনা, রুপো কিনে থাকেন অনেকে। এছাড়া মূল্যবান ধাতু, ঝাঁটা ইত্যাদি কেনারও রীতি আছে। এই দিনটি বিভিন্ন সেক্টরের ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এবার ধনতেরাসে ব্যবসা ছাড়িয়ে গেল গত বছরের ব্যবসাকেও। শুক্রবার প্রায় ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে দেশ জুড়ে।

ধনতেরাসের দিন সকাল থেকে রাত পর্যন্ত সারা দেশের বাজারে ছিল বিভিন্ন সামগ্রী কেনার ধুম। কেউ কিনেছেন সোনা, রুপো, কেউ বাসনপত্র, কেউ আবার দুই বা চার চাকার গাড়ি। CAIT-এর মতে, ধনতেরাস উপলক্ষে এবার সারা দেশে ৫০ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। এদিন শুধু দিল্লিতেই ৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে।

জানা যাচ্ছে রাজধানী দিল্লির চাঁদনি চক, সদর বাজারের অবস্থা এমন ছিল যে বাজারে পা ফেলার জায়গাও ছিল না এবং লোকজনের দীর্ঘ লাইন পেরিয়ে যেতে হয়েছে ক্রেতাদের। ওই দিন দেশে শুধুমাত্র সোনা বা রুপোর গয়না কেনা হয়েছে ২৭ হাজার কোটি টাকার।

অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশনের সভাপতি পঙ্কজ অরোরা জানিয়েছেন ধনতেরাসে প্রায় ৩০ হাজার কোটি টাকার সোনা, রূপা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের ব্যবসা হয়েছে ওই দিন। ২৭,০০০ কোটি টাকার শুধু গয়না বিক্রি হয়েছে। গত বছর অর্থাৎ ২০২২ সালে, ধনতেরাসে সোনা ও রূপোর ব্যবসা হয়েছিল ২৫ হাজার কোটি টাকার।

Next Article