Narayana Murthy: ব্রিটেনের রানির থেকেও ধনী নারায়ণ মূর্তির মেয়ে! Infosys-এ কত শেয়ার আছে অক্ষতার?

Narayana Murthy: নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি সম্প্রতি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জানা যায়, তিনি ইনফোসিস চালু করার জন্য নারায়ণ মূর্তিকে তাঁর সঞ্চয় থেকে ১০ হাজার টাকা দিয়েছিলেন একসময়। কিন্তু তা সত্ত্বেও ইনফোসিসে তাঁর খুব কম অংশিদারিত্ব রয়েছে।

Narayana Murthy: ব্রিটেনের রানির থেকেও ধনী নারায়ণ মূর্তির মেয়ে! Infosys-এ কত শেয়ার আছে অক্ষতার?
নারায়ণ মূর্তির পরিবারImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Mar 22, 2024 | 9:56 AM

নয়া দিল্লি: দেশে তথ্য় প্রযুক্তি ক্ষেত্রে সফল ব্যক্তির নাম নেওয়া হলে প্রথমেই আসে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাম। ইনফোসিস সংস্থার প্রতিষ্ঠাতা তিনি। তাঁর দুই সন্তান অক্ষতা ও রোহন। জানা গিয়েছে, এবার তিনি তাঁর নাতি একাগ্র মূর্তিকে ২৪০ কোটি উপহার দিয়েছেন।

জানা গিয়েছে, নারায়ণ মূর্তি তাঁর চার বছর বয়সী নাতি একাগ্র রোহন মূর্তিকে ইনফোসিস সংস্থার ০.০৪ শতাংশ শেয়ার দিয়েছেন। অর্থাৎ ইনফোসিসের প্রায় ১৫ লক্ষ শেয়ার দেওয়া হয়েছে তাঁকে। বর্তমানে নারায়ণ মূর্তির ইনফোসিসে ০.৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

মূর্তি পরিবারের কোন সদস্যের ইনফোসিসে কত শেয়ার রয়েছে জানেন?

নারায়ণ মূর্তির স্ত্রী সুধা মূর্তি সম্প্রতি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। জানা যায়, তিনি ইনফোসিস চালু করার জন্য নারায়ণ মূর্তিকে তাঁর সঞ্চয় থেকে ১০ হাজার টাকা দিয়েছিলেন একসময়। কিন্তু তা সত্ত্বেও ইনফোসিসে তাঁর খুব কম অংশিদারিত্ব রয়েছে। তিনি ইনফোসিসের মাত্র ০.৯৩ শতাংশ শেয়ারের অধিকারী, যা অঙ্কে প্রায় ৩.৪৫ কোটি।

বলা হয়, ব্রিটেনের রানির থেকেও ধনী অক্ষতা মূর্তি। নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী। তাঁর কাছে ইনফোসিসের ৩.৮৯ কোটির শেয়ার রয়েছে। ইনফোসিসে তাঁর শেয়ারের পরিমাণ প্রায় ১.০৫ শতাংশ। এই কারণেই যখন তাঁর মোট সম্পদের হিসেব বলে তাঁর সম্পত্তির পরিমাণ ব্রিটেনের রানির চেয়েও বেশি।

নারায়ণ ও সুধা মূর্তির ছেলে রোহন মূর্তির ইনফোসিসে সবথেকে বেশি শেয়ারের মালিক। কোম্পানিতে তাঁর ১.৬৪ শতাংশ শেয়ার রয়েছে। এর পরিমাণ প্রায় ৬.৮ কোটি। সম্প্রতি নারায়ণ মূর্তিও তাঁর নিজের নাতি একাগ্র মূর্তিকে ০.০৪ শতাংশ শেয়ার উপহার দিয়েছেন। এই কারণেই ইনফোসিসের সিদ্ধান্তে আজও মূর্তি পরিবারের মতামত গুরুত্বপূর্ণ।