
অর্থনীতির একাধিক নিয়ম রয়েছে। যে সব নিয়ম মেনে চললে খুব সহজেই আপনি জমাতে পারবেন অনেক টাকা, এমনই বলেন বিশেষজ্ঞরা। কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের সবচেয়ে সহজ সূত্রটি কি জানেন? সেটা হল টাকা দ্বিগুণ করার একটা সূত্র। বিশেষজ্ঞরা বলেন, এই সূত্র নাকি সবচেয়ে সহজ সূত্রপগুলোর মধ্যে অন্যতম।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন এই সূত্র মানলে নাকি খুব সহজেই টাকা দ্বিগুণ করা যায়। ধরে নিন, আপনি একটা টাকা দ্বিগুণ করতে চাইছেন। তাহলে আপনাকে আগে জানতে হবে আপনি ওই বিনিয়োগে কত শতাংশ রিটার্ন পাবেন। সেটা যদি আপনি জেনে যান, তাহলেই তো কেল্লাফতে। এই সূত্রের নাম, রুল অফ ৭২।
আপনি যত শতাংশ হারে কোনও বিনিয়োগ থেকে রিটার্ন পাচ্ছেন, সেই সংখ্যা দিয়ে যদি আপনি ৭২ কে ভাগ করেন, তাহলে আপনি পাবেন ঠিক কত বছরে আপনার সেই বিনিয়োগ দ্বিগুণ হবে। যদি আপনার রিটার্ন ৮ শতাংশ হারে হয় তাহলে ৯ বছরে দ্বিগুণ হবে আপনার টাকা।
তবে রিটার্ন যদি ৪ শতাংশের কম হয় বা ১৫ শতাংশের বেশি হয় তাহলে এই ‘রুল অফ ৭২’ কাজ করে না। ‘রুল অফ ৭২’ সবচেয়ে ভাল বোঝা যায় ৬ থেকে ১০ শতাংশ রিটার্নের ক্ষেত্রে।