Wealth Creation Guide: এই সূত্র মানলেই দ্বিগুণ হবে টাকা, জানেন কি আপনি?

Rule of 72: অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন এই সূত্র মানলে নাকি খুব সহজেই টাকা দ্বিগুণ করা যায়। ধরে নিন, আপনি একটা টাকা দ্বিগুণ করতে চাইছেন। তাহলে আপনাকে আগে জানতে হবে আপনি ওই বিনিয়োগে কত শতাংশ রিটার্ন পাবেন।

Wealth Creation Guide: এই সূত্র মানলেই দ্বিগুণ হবে টাকা, জানেন কি আপনি?
এই নিয়মেই দ্বিগুণ হবে টাকাImage Credit source: Getty Images

Nov 24, 2025 | 7:19 PM

অর্থনীতির একাধিক নিয়ম রয়েছে। যে সব নিয়ম মেনে চললে খুব সহজেই আপনি জমাতে পারবেন অনেক টাকা, এমনই বলেন বিশেষজ্ঞরা। কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের সবচেয়ে সহজ সূত্রটি কি জানেন? সেটা হল টাকা দ্বিগুণ করার একটা সূত্র। বিশেষজ্ঞরা বলেন, এই সূত্র নাকি সবচেয়ে সহজ সূত্রপগুলোর মধ্যে অন্যতম।

কী এই সূত্র?

অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলেন এই সূত্র মানলে নাকি খুব সহজেই টাকা দ্বিগুণ করা যায়। ধরে নিন, আপনি একটা টাকা দ্বিগুণ করতে চাইছেন। তাহলে আপনাকে আগে জানতে হবে আপনি ওই বিনিয়োগে কত শতাংশ রিটার্ন পাবেন। সেটা যদি আপনি জেনে যান, তাহলেই তো কেল্লাফতে। এই সূত্রের নাম, রুল অফ ৭২।

আপনি যত শতাংশ হারে কোনও বিনিয়োগ থেকে রিটার্ন পাচ্ছেন, সেই সংখ্যা দিয়ে যদি আপনি ৭২ কে ভাগ করেন, তাহলে আপনি পাবেন ঠিক কত বছরে আপনার সেই বিনিয়োগ দ্বিগুণ হবে। যদি আপনার রিটার্ন ৮ শতাংশ হারে হয় তাহলে ৯ বছরে দ্বিগুণ হবে আপনার টাকা।

তবে রিটার্ন যদি ৪ শতাংশের কম হয় বা ১৫ শতাংশের বেশি হয় তাহলে এই ‘রুল অফ ৭২’ কাজ করে না। ‘রুল অফ ৭২’ সবচেয়ে ভাল বোঝা যায় ৬ থেকে ১০ শতাংশ রিটার্নের ক্ষেত্রে।

  • কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
  • বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।