Ayushman Bharat: ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পেতে চান? ‘আয়ুষ্মান ভারত’-এর কার্ড মিলবে ঘরে বসেই

Ayushman Bharat: এই বীমার সুবিধা পেতে হলে আপনাকে যে কোনও সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। আয়ুষ্মান কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতালে কোনও ফি দিতে হবে না। এই কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

Ayushman Bharat: ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা পেতে চান? 'আয়ুষ্মান ভারত'-এর কার্ড মিলবে ঘরে বসেই
আয়ুষ্মান ভারত (প্রতীকী ছবি)Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 09, 2024 | 6:41 AM

নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারের একটি স্বাস্থ্য বীমা প্রকল্প হল আয়ুষ্মান ভারত। ২০১৮-র ২৩ সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে কার্যকর করা হয়েছিল এই প্রকল্প। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য বীমা প্রদান করার উদ্দেশেই এই প্রকল্প চালু করা হয়েছিল। আয়ুষ্মান কার্ড থাকলে প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য বীমা পাওয়া হয়। এই বীমার সুবিধা পেতে হলে আপনাকে যে কোনও সরকারি হাসপাতালে ভর্তি হতে হবে। আয়ুষ্মান কার্ডধারীদের বিনামূল্যে চিকিৎসার জন্য হাসপাতালে কোনও ফি দিতে হবে না। এই কার্ডের জন্য অনলাইনে আবেদন করা যাবে।

আয়ুষ্মান কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে আপনাকে কী করতে হবে:

১. প্রথমে আয়ুষ্মান ভারত যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেটি হল- https://beneficiary.nha.gov.in।

২. হোমপেজে, আপনাকে “বেনিফিশিয়ারি” ট্যাবে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনাকে “অনলাইনে আবেদন করুন” অপশনে ক্লিক করতে হবে।

৪. আপনার মোবাইল নম্বর এবং আধার নম্বর লিখতে হবে।

৫. আপনার মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে।

৬. ওটিপি যাচাই করার পরে, আপনাকে আপনার পরিবারের সদস্যদের সম্পর্কে সব তথ্য লিখতে হবে।

৭. সমস্ত তথ্য প্রকাশ করার পর, আপনাকে জমা দেওয়ার অপশনে ক্লিক করতে হবে।

৮. “চেক বেনিফিশিয়ারি স্ট্যাটাস” অপশনটি ব্যবহার করতে পারেন।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি:

১. আধার কার্ড

২.রেশন কার্ড

৩. পারিবারিক পরিচয়পত্র

৪.ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ

আয়ুষ্মান কার্ডের জন্য যোগ্যতা:

১. পরিবারের একজন সদস্য দারিদ্র্য সীমার নীচে রয়েছেন।

২. আপনি জাতীয় খাদ্য নিরাপত্তা আইন (NFSA) এর অধীনে একজন সুবিধাভোগী।

৩. আপনি এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম (ESIS) বা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প (CGHS) এর একজন সুবিধাভোগী।