
আচ্ছা এক ব্যক্তির একটা কোটি টাকার বাড়ি বা ফ্ল্যাট রয়েছে, মার্সিডিজ চড়েন। আর এক ব্যক্তি একেবারে সাধারণ, সাধারণ বাড়ি বা ফ্ল্যাটে থাকেন, বাইকে চড়েন বা সেকেন্ড হ্যান্ড একটা ছোট্ট গাড়ি রয়েছে, সেটায় চড়েন। এক ঝলকে দেখে প্রথম জনকেই কি আপনার মনে হবে তিনি খুব বড়লোক? হ্যাঁ, আমাদের সাধারণত এমনটাই হয়ে থাকে।
কিন্তু সত্যিই কি তাই? চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নীতিন কৌশিক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এই বিষয়েই। তিনি লিখছেন, তিনি এমন ব্যক্তি দেখেছেন যাঁরা পোর্টফোলিওতে ২৫ কোটি টাকা রয়েছে। কিন্তু তিনি চড়েন একটি ১০ লক্ষের গাড়ি। অন্যদিকে, একজন মার্সিডিজ চড়েন, যদিও তাঁর পোর্টফোলিওতে রয়েছে মাত্র ১ কোটি ৭০ লক্ষ টাকা।
🚨 You Don’t Look Rich. And That’s Exactly the Point.
I know someone with a ₹25 Cr portfolio who drives a ₹10L car.
I also know someone with a ₹1.7 Cr portfolio flaunting a brand-new Merc.Read that again.
Let’s break the illusion most people fall for 👇
💡 Wealth ≠ Display
Rich isn’t about what you wear, drive, or post.
It’s about what you own quietly — assets that earn while you sleep.🔍 Let’s look deeper:
• Person A: Low on lifestyle, high on equity + real estate + compounding.
• Person B: High EMI, low investible surplus, chasing validation.One’s rich.
The other looks rich.🚗 A car won’t make you wealthy.
It’ll depreciate.
But stocks, funds, land, rentals?
They don’t just hold value — they create it.📌 Key Takeaway:
Don’t confuse visible luxury with financial freedom.
The truly wealthy often blend in.
Because they don’t need to prove it to anyone.💬 Want to look rich? Buy a Benz.
Want to be rich? Buy time, freedom, and compounding.#stockmarketscrash #finance #nifty #investingtips
— CA Nitin Kaushik (@Finance_Bareek) July 8, 2025
সম্পদ মানেই সেটা দেখাতে হবে এমন নয়, এই বলে তিনি সাবধানও করেছেন তাঁর পোস্টে। কোনও ব্যক্তি কী পরছেন, কোন গাড়ি চাপছেন তাঁর উপর ওই ব্যক্তির সম্পদের পরিমাণ নির্ভর করে না। সম্পদ হল তা, যা কেউ চুপচাপ ভোগ করে। যখন মানুষ ঘুমায় তখনও তাঁর সম্পদ উপার্জন করে যায়।
একটা দামি গাড়ি কখনও কোনও মানুষকে বড়লোক বানায় না। কারণ, গাড়ি এমন একটি সম্পদ, সময়ের সঙ্গে সঙ্গে যার মূল্য কমতে থাকে। গাড়ির বদলে শেয়ার, জমি, বিভিন্ন ধরনের ফান্ড কিনতে পরামর্শ দিচ্ছেন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট নীতিন কৌশিক। তিনি পরামর্শ দিচ্ছেন সময়, স্বাধীনতা কেনার। আর তাহলেই নাকি বড়লোক হতে পারবেন আপনি।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।