How To Become Rich: ৫ বছরে জমিয়ে ফেলুন ১০ কোটি টাকা! কীভাবে সম্ভব দেখে নিন

SIP of Rich: এমন একটি সূত্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেখানে অল্প সময়েই একটা বিরাট তহবিল তৈরি করা যেতে পারে। একে ধনীদের এসআইপিও বলা হয়।

How To Become Rich: ৫ বছরে জমিয়ে ফেলুন ১০ কোটি টাকা! কীভাবে সম্ভব দেখে নিন
Image Credit source: Getty Images/PTI

Jul 25, 2025 | 6:16 PM

বিনিয়োগের জন্য সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপিকে একটা দারুণ উপায় বলে মনে করা হয়। এসআইপি সাধারণত দীর্ঘমেয়াদের বিনিয়োগের জন্য সুপরিচিত। কিন্তু এখন এমন একটি সূত্র নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যেখানে অল্প সময়েই একটা বিরাট তহবিল তৈরি করা যেতে পারে। একে ধনীদের এসআইপিও বলা হয়।

একে ধনীদের এসআইপি বলার কারণ একটাই, যে পরিমাণ টাকা প্রতি মাসে বিনিয়োগের কথা এখানে বলা হচ্ছে তা ভারতের বেশিরভাগ মানুষের সারা বছরের উপার্জনের চেয়েও বেশি। তবে, এই বড় অঙ্কের এসআইপি থেকে অনুপ্ররণা নিয়ে ছোট করেও এই বিনিয়োগ শুরু করা যেতে পারে।

আমাদের আলোচ্য এসআইপির ক্ষেত্রে প্রতি মাসে ১২ লক্ষ টাকা করে যদি বিনিয়োগ করা হয় তাহলে টাকা ৫ বছর এই এসআইপি চালিয়ে গেলে বিনিয়োগের মোট অঙ্ক পৌঁছে যায় ৭ কোটি ২০ লক্ষ টাকায়। আর এই সময়ের মধ্যে এই বিনিয়োগ রিটার্ন দেয় প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকার কাছাকাছি। ফলে বিনিয়োগ ও রিটার্ন নিয়ে টাকার মোট অঙ্কটা পৌঁছে আয় প্রায় ১০ কোটি টাকার কাছাকাছি।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।