SBI ATM Card Block: SBI-র এটিএম কার্ড খোয়া বা চুরি হয়েছে? কীভাবে সঙ্গে সঙ্গে কার্ড ব্লক করবেন, শিখে নিন…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 01, 2022 | 6:46 AM

SBI ATM Card Block: আপনার কার্ড খোয়া গেলে বা চুরি হলে, প্রথমেই কার্ড ব্লক করা উচিত, যাতে বিনা অনুমতিতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা না তুলে নেওয়া হয়।

SBI ATM Card Block: SBI-র এটিএম কার্ড খোয়া বা চুরি হয়েছে? কীভাবে সঙ্গে সঙ্গে কার্ড ব্লক করবেন, শিখে নিন...
প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: বেখেয়ালে অনেক সময়ই গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলি। কখনও আবার তা চুরি হয়ে যায়। মানি ব্যাগ চুরি হয়ে গেলে তার মধ্যে সবথেকে বেশি চিন্তা থাকে ডেবিট বা ক্রেডিট কার্ড নিয়েই। ব্যাঙ্ক ও পুলিশের তরফে বরাবরই জানানো হয় যে, কার্ড খোয়া গেলে প্রথমেই তা ব্লক করুন। নাহলে আপনার অজান্তেই ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যেতে পারে। তবে অনেকেই জানেন না যে কীভাবে কার্ড ব্লক করতে হয়।

যদি আপনার এসবিআই-র এটিএম বা ডেবিট কার্ড থাকে, তবে আপনি এই পদক্ষেপগুলি অনুসরণ করে সহজেই নিজের খোয়া যাওয়া কার্ড ব্লক করে দিতে পারেন। এক্ষেত্রে প্রথমেই ব্যাঙ্কের তরফে বলা হয় যে আপনার কার্ড নম্বর ও অ্যাকাউন্ট নম্বরের আলাদা নোট করে রাখা উচিত।

কীভাবে কার্ড ব্লক করবেন?

আপনার কার্ড খোয়া গেলে বা চুরি হলে, প্রথমেই কার্ড ব্লক করা উচিত, যাতে বিনা অনুমতিতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা না তুলে নেওয়া হয়।

এসএমএসের মাধ্যমে– আপনি এসএমএসের মাধ্যমে কার্ড ব্লক করতে পারেন। এর জন্য ৫৬৭৬৭৬ নম্বরে ‘BLOCKXXXX’এসএমএস পাঠান। এক্ষেত্রে XXXX বলতে আপনার ডেবিট কার্ডের শেষ চারটি নম্বর বোঝানো হচ্ছে।

হেল্পলাইন– এছাড়া এসবিআইয়ের ২৪x৭ হেল্পলাইন রয়েছে। এই নম্বরগুলি হল ১৮০০-১১-২২-১১/১৮০০-৪২৫-৩৮০০/+৯১৮০-২৬৫৯৯৯৯০। এরমধ্যে যেকোনও একটি নম্বরেই যোগাযোগ করে কার্ড ব্লক করার অনুরোধ করতে পারেন।

এসবিআই কুইক মোবাইল অ্যাপ্লিকেশন- এসবিআইয়ের যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে, তার মাধ্যমেও এক নিমেষেই আপনি হারিয়ে বা চুরি হওয়া এটিএম কার্ড ব্লক করতে পারেন। এরজন্য এসবিআই কুইক মোবাইল অ্যাপ্লিকেশনে গিয়ে ‘এটিএম কাম ডেবিট কার্ড’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার কার্ডের শেষ চারটি সংখ্যা বসিয়ে আপনি কার্ড ব্লক করতে পারেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজিস্টার করা মোবাইল নম্বর দিয়েই এসবিআইয়ের অ্যাপটি খুলতে হবে।

এসবিআই এনিহোয়ার নোবাইল অ্যাপ্লিকেশন– এসবিআই কুইকের মতো এসবিআই এনিহোয়ার অ্যাপ দিয়েও আপনি কার্ড ব্লক করতে পারেন। এরজন্য অ্যাপে সার্ভিস অপশনে গিয়ে ‘ডেবিট কার্ড হটলিস্টিং’-এ ক্লিক করুন। এছাড়াও লগ ইন ছাড়াই আপনি সরাসরি ‘কার্ড ব্লকিং’ অপশনে গিয়েও কার্ডটি ব্লক করতে পারেন।
Next Article