নয়া দিল্লি: কেদারনাথের দরজা খোলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় দর্শনার্থীদের ভিড়। এর জন্য সাধারণত কয়েক মাস আগে থেকেই বুকিং শুরু হয়ে যায়। প্রতি বছর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে লক্ষাধিক ভক্ত কেদারনাথ দর্শনে আসেন। আপনারও কি কেদারনাথে যাওয়ার খুব ইচ্ছে? কিন্তু, কষ্টসাধ্য যাত্রাপথের কথা ভেবে পিছিয়ে যাচ্ছেন? তাহলে আপনাকে বলি, হেলিকপ্টারেই সরাসরি কেদারনাথে পৌঁছে যেতে পারেন। সাধারণ মানুষের সুবিধার্থে এই পরিষেবা চালু করেছে আইআরসিটিসি (IRCTC Kedarnath helicopter booking)। আসুন জেনে নেওয়া যাক কীভাবে, কোথা থেকে আপনি এই পরিষেবা বুক করতে পারবেন –
বুক করুন এইভাবে
অনেক সময় খারাপ আবহাওয়ার কারণে কেদারনাথের হেলিকপ্টার পরিষেবা বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে পোর্টালে বার বার চেক করতে থাকুন, দেখুন কী পরিস্থিতি। এর পাশাপাশি কেদারনাথের হেলিকপ্টার ভ্রমণের জন্য অনেক ভুয়ো ওয়েবসাইট রয়েছে। এই ধরনের ভুয়ো সাইট থেকে বুকিং করলে কিন্তু পস্তাতে হবে। তাই সাবধানে থাকুন।