নয়া দিল্লি: দেশবাসীর ভরসা ভারতীয় রেল। কাছেপিঠে হোক বা দূরে কোথাও, যাতায়াতের জন্য লক্ষ লক্ষ মানুষের ভরসা ট্রেনই। প্রতি বছর কোটি কোটি মানুষ রেলে সফর করেন। আর ট্রেনে চড়তে তো টিকিট লাগবেই। এই টিকিট কাটাও এখন অনেক সোজা হয়ে গিয়েছে। এখন আর ভোর থেকে কাউন্টারে লাইন দিতে হয় না। অনলাইনে এক ক্লিকেই টিকিট বুক হয়ে যায়। তবে সবথেকে সস্তায় ট্রেনের টিকিট কোথায় পাওয়া যায়, জানেন?
বিমানের টিকিটের মতো বর্তমানে বিভিন্ন অনলাইন ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিটও পাওয়া যায়। তবে সেই টিকিট কাটতে গেলে টিকিটের মূল্যের পাশাপাশি কনভিনিয়েন্স ফি, এজেন্ট সার্ভিস চার্জ, পেমেন্ট গেটঅ্যাওয়ে চার্জের মতো নানা ফি দিতে হয়। এতে টিকিটের দাম অনেকটাই বেড়ে যায়।
যদি আপনি নায্য দামে টিকিট কাটতে চান অনলাইনে, তবে চোখ বুজে ভরসা করা যায় আইআরসিটিসির ওয়েবসাইটকে। ট্রেনের টিকিট কাটা থেকে লাউঞ্জে থাকা বা স্টেশনে ঘর বুকিং, যাবতীয় পরিষেবাই এই ওয়েবসাইটে পাওয়া যায়।
আইআরসিটিসি যেহেতু ভারতীয় রেলের সঙ্গে যুক্তিবদ্ধ, তাই অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কনভিনিয়েন্স ফি-র মতো চার্জ নেওয়া হয় না।
এছাড়া অফলাইনে সরাসরি রেলের কাউন্টার থেকে টিকিট কাটলেও, সেক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ লাগে না।