PM Awas Yojna: আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন? তালিকায় নাম উঠল কি না, এইভাবে জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 13, 2022 | 9:30 AM

Narendra Modi: এই প্রকল্পের আওতায় গোটা দেশে ১ কোটি ১২ লক্ষ বাড়ি বানিয়ে দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

PM Awas Yojna: আপনি কি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন? তালিকায় নাম উঠল কি না, এইভাবে জেনে নিন
ছবি: সংগৃহীত

Follow Us

প্রত্যেক মানুষের সাধ থাকে, তাঁর যেন নিজের একটি বাড়ি থাকে। আমাদের মতো উন্নয়নশীল দেশে অনেকেরই সাধ থাকলে বাড়ি তৈরি করার সাধ্য থাকে না। ক্ষমতায় এসেই সাধারণ মানুষের বাড়ি তৈরি করার লক্ষ্য নিয়ে তাদের জন্য নতুন প্রকল্প এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। ২০১৫ সালের ২৫ জানুয়ারি থেকে এই প্রকল্প চালু করেছিলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় গোটা দেশে ১ কোটি ১২ লক্ষ বাড়ি বানিয়ে দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। পিএমএওয়াইয়ের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, রাজ্য সরকার, বিভিন্ন নোডাল এজেন্সি এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রশাসনের মাধ্যমে যাদের প্রয়োজন তাদের এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া সিদ্ধান্ত হয়েছিল। পিএমএওয়াই জানিয়েছিল, বাড়ির মহিলা সদস্যের নামে এই সুযোগ সুবিধা মিলবে। আপনি যদি এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করে থাকেন, কবে কীভাবে যাচাই করে দেখবেন যে আদৌ আপনার নাম তালিকাভুক্ত হয়েছে কি না।

কীভাবে দেখবেন নিজের নাম?

  1. প্রথমেই পিএমএওয়াইয়ের সরকারি ওয়েবসাইট pmaymis.gov.in-এ যেতে হবে।
  2. এবার নেভিগেশন বারের নিচে থাকা ‘Search Beneficiary’ ট্যাবে ক্লিক করুন। অন্য একটি মেনু খুলে যাবে।
  3. এবার মেনু থেকে ‘Search by Name’ অপশন বেছে নিতে হবে।
  4. নাম লিখে ‘Search’-এ ক্লিক করুন।
  5. আবেদনকারীরা সেখানে PMAY-Urban-র যাবতীয় তথ্য পেয়ে যাবেন। এবার যে নাম আপনি খুঁজছেন, তার ওপর ক্লিক করলে অন্যান্য তথ্যও মিলবে।
  6. যে কোনও জিজ্ঞাস্য অথবা তথ্য জানতে প্রধানমন্ত্রী আবাস যোজনা-র ওয়েবসাইট pmaymis.gov.in দেখুন।
Next Article