ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (Universal Account Number) চাকুরিজীবীদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের একটি অপরিহার্য অংশ। UAN নম্বরের মাধ্যমে অনলাইনে পিএফ অ্য়াকাউন্ট পরিচালনা করা সম্ভব। এই নম্বরের মাধ্যমে অ্যাকাউন্টের ব্য়ালেন্স চেক করা ও পিএফ অ্যাকাউন্ট পরিচালনা করা যায়। এমনকী এক সংস্থা ছেড়ে অন্য সংস্থায় গেলে পিএফ অ্য়াকাউন্ট স্থানান্তরের জন্যও দরকার পড়ে সেই UAN নম্বরেরই। UAN হল ১২ অঙ্কের একটি সংখ্যা। EPF অ্য়াকাউন্ট খোলার সময় EPFO-র তরফে এই সমস্ত অ্যাকাউন্ট হোল্ডারদের এই নম্বরটি দেওয়া হয়। বারবার সংস্থা পরিবর্তন করলেও এই নম্বরটি একই থাকে। তাই UAN নম্বর ভুলে গিয়ে থাকলে সমস্যায় পড়তে পারেন যে কেউ। UAN নম্বর কীভাবে জানবেন জেনে নিন –
EPFO পোর্টালে কীভাবে জানবেন UAN নম্বর :