এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employee’s Provident Fund) বা ইপিএফ হল ভারত সরকারের তত্ত্বাবধানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-র একটি সঞ্চয় প্রকল্প। কোনও সংস্থা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি তাদের বেতনভোগী কর্মচারীদের জন্য একটি ইপিএফও অ্যাকাউন্ট খোলে।
অ্যাকাউন্ট খোলার পরে, কর্মচারী এবং সংস্থা উভয়ই সঞ্চয়ের জন্য সমান পরিমাণ অর্থ প্রদান করে। কর্মচারীরা অবসর গ্রহণের সময় বা চাকরি পরিবর্তন করার সময় এই টাকা ব্যবহার করতে পারেন। বর্তমানে, ইপিএফ এ সুদের হার ৮.১৫ শতাংশ। ইপিএফ অ্যাকাউন্ট অ্যাক্সেস করার জন্য, কর্মীদের একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (ইউএএন) দেওয়া হয় এবং ইপিএফও দ্বারা প্রদত্ত বিভিন্ন সুবিধা পেতে আপনার আধার কার্ড নম্বরের সঙ্গে ইউএএনকে লিঙ্ক করা প্রয়োজন।
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক (এমইআইটিওয়াই) এবং ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন (এনইজিডি) দ্বারা তৈরি ইউনিফাইড মোবাইল অ্যাপ্লিকেশন ফর নিউ-এজ গভর্নেন্স বা উমং অ্যাপের মাধ্যমে আধার কার্ডটি ইউএএন-এর সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। আয়কর রিটার্ন দাখিল সহ সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি পরিষেবা পাওয়ার জন্য অ্যাপ্লিকেশনটি একটি ওয়ান-স্টপ অ্যাপ্লিকেশন।
উমং অ্যাপে আধার কার্ডের সঙ্গে UAN নম্বর লিঙ্ক করার সহজ পদ্ধতি: