Swiss Bank Account: সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনিও, তাও বাড়িতে বসেই

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jul 13, 2023 | 8:36 AM

Swiss bank account: শুধু ধনকুবের, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, সরকারি কর্তা বা বড় ব্যবসায়ীরা নন, সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনিও। তাও আবার বাড়িতে বসেই, ইমেলের মাধ্যমে। কীভাবে জানেন?

Swiss Bank Account: সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনিও, তাও বাড়িতে বসেই
সুইস ব্যাঙ্ক (ফাইল ছবি)
Image Credit source: Twitter

Follow Us

বার্ন: সুইস ব্যাঙ্ক সম্পর্কে মানুষের সাধারণ ধারণা হল, গোটা বিশ্বের ধনকুবের, দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, সরকারি কর্তা এবং ব্যবসায়ীরা এই ব্যাঙ্কে টাকা রাখেন। এই ব্যাঙ্ককেই তাঁরা তাঁদের সম্পদ জমা রাখার নিরাপদ জায়গা বলে মনে করেন। এই কথা সত্যি যে দীর্ঘ কয়েক দশক ধরে সুইস ব্যাঙ্কে অর্থ জমা রাখেন বিশ্বের তাবড় ধনীরা। দুর্নীতিপরায়ণরাও তাঁদের বেহিসেবি অর্থ জমা রাখে এই ব্যাঙ্কে। মূলত নিজ নিজ দেশে যাতে উচ্চ হারে কর দিতে না হয়, সেই কর ফাঁকি দিতেই সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে থাকেন এই ব্যক্তিরা। তবে, সুইস ব্যাঙ্ক মানেই সেটা ধনকুবের বা চোর-জোচ্চোরদের জায়গা, তা নয়। বিশ্বের সবথেকে নিরাপদ হিসেবে পরিচিত এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন আপনিও।

কিন্তু, চাইলেই তো আর যে কেউ এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন না। এর জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ড আছে। সেই মানদণ্ড পূরণ করতে পারলেই, এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা যায়। আর সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ বিষয়। আপনি চাইলে ঘরে বসেই সুইস ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। ইমেইলের মাধ্যমে এই অ্যাকাউন্ট খোলা যায়। তবে, তার জন্য ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় প্রায় ১০,০০০ সুইস ফ্রাঙ্ক, অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৯ লক্ষ ৩৪ হাজার ৪০৯ টাকা। তবে শুধু টাক থাকলেই হবে না, সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে প্রয়োজন কিছু নথিরও।

সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে কী কী নথির প্রয়োজন?

১. পাসপোর্ট: পাসপোর্টের কপি খুবই গুরুত্বপূর্ণ

২. সম্পদের নথি: অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত সমস্ত তথ্য

৩. আয়ের প্রধান উৎস: অর্থাৎ, আপনার অ্যাকাউন্ট এবং সম্পত্তির মূল নথির একটি অনুলিপি আপনার কাছে থাকতে হবে। এছাড়াও লাগবে অ্যাকাউন্ট হোল্ডারের আমানত সংক্রান্ত সমস্ত তথ্য।

Next Article