Aadhaar Card Verification: আপনার বাড়ির পরিচারিকা বাংলাদেশি কি না, জানতে পারবেন Aadhaar Card স্ক্যান করেই! শিখে নিন পদ্ধতি

Aadhaar Card Update: শুধুমাত্র দরজায় তালা দিয়ে বা ঘরের বাইরে সিসি ক্যামেরা বসিয়ে নিশ্চিন্তে থাকা যায় না। বাড়িতে যারা কাজ করতে আসছেন, তাদের পরিচয় ভালভাবে যাচাই করতে বলে পুলিশ। পরিচারিকা, গাড়ির চালক বা নিরাপত্তারক্ষী রাখলে, তার আধার কার্ড থানায় জমা দেওয়া উচিত। তবে বর্তমানে যেভাবে ভুয়ো আধার কার্ড ছেয়ে গিয়েছে, তাতে শুধু আধার কার্ড দেখেই আশ্বস্ত থাকা মুশকিল।

Aadhaar Card Verification: আপনার বাড়ির পরিচারিকা বাংলাদেশি কি না, জানতে পারবেন Aadhaar Card স্ক্যান করেই! শিখে নিন পদ্ধতি
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Dec 21, 2025 | 2:31 PM

কলকাতা: গত মাস থেকে হঠাৎ কাজের লোক উধাও। সল্টলেক, বেলেঘাটা থেকে শুরু করে নিউটাউন- বড় বড় ফ্ল্যাট-আবাসনগুলিতে যারা পরিচারিকার কাজ করতেন, তারা আর কেউ আসছেন না। কেন? খোঁজ নিতেই জানা গেল, রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই তারা বাড়িঘর ছেড়ে চলে গিয়েছে। তারা নাকি বাংলাদেশি। এসআইআর শুরু হতেই পালিয়েছেন পাততাড়ি গুটিয়ে।

নিরাপত্তা কোনও ছোট বিষয় নয়। শুধুমাত্র দরজায় তালা দিয়ে বা ঘরের বাইরে সিসি ক্যামেরা বসিয়ে নিশ্চিন্তে থাকা যায় না। বাড়িতে যারা কাজ করতে আসছেন, তাদের পরিচয় ভালভাবে যাচাই করতে বলে পুলিশ। পরিচারিকা, গাড়ির চালক বা নিরাপত্তারক্ষী রাখলে, তার আধার কার্ড থানায় জমা দেওয়া উচিত। তবে বর্তমানে যেভাবে ভুয়ো আধার কার্ড ছেয়ে গিয়েছে, তাতে শুধু আধার কার্ড দেখেই আশ্বস্ত থাকা মুশকিল। আপনাকে দেওয়া আধার কার্ড আসল নাকি নকল, জানবেন কী করে?

আধারের নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI) এই কারণেই নিয়েছে এক বড় উদ্যোগ। আনা হয়েছে নতুন আধার অ্যাপ, যেখান থেকে সাধারণ মানুষও কয়েক মুহূর্তেই জানতে পারবেন হাতে থাকা আধার কার্ড আসল নাকি নকল। এর জন্য পুলিশ বা অন্য কারোর সাহায্য লাগবে না।

আধার কার্ড আসল নাকি নকল, কীভাবে যাচাই করবেন?

আধারের নতুন অ্যাপেই রয়েছে একটি কিউআর স্ক্য়ানার (QR Scanner)। আধার কার্ডে যে কিউআর কোড (QR code) থাকে, তাতে যাবতীয় তথ্য থাকে। ওই কোড স্ক্যান করলেই নাম, ছবি, ঠিকানা সহ যাবতীয় ডিটেইলস দেখা যায়। আধার অ্যাপের কিউআর স্ক্য়ানার দিয়েই যাচাই করে নেওয়া যাবে। যদি আসল আধার কার্ড হয়, তাহলে স্ক্যান করলেই তথ্য ফুটে উঠবে মোবাইল স্ক্রিনে। আর যদি নকল আধার কার্ড হয়, তাহলে কোনও তথ্যই দেখাবে না। 

কীভাবে কাজ করে কিউআর স্ক্যানার?

  • প্রথমে আধার অ্যাপ ডাউনলোড করতে হবে।
  • এবার আধার নম্বর দিয়ে লগ ইন করুন।
  • অ্যাপে স্ক্যানার অপশন পাবেন, তা দিয়ে আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করুন।  তাহলেই জেনে যাবেন আপনাকে দেওয়া আধার কার্ড আসল নাকি নকল।
  • যদি নকল আধার কার্ড হয়, অবশ্য়ই পুলিশকে জানান।