Explained: চোখের সামনে ‘জুজু’ দেখছে ভোডাফোন! সত্যিই কি ব্যবসা গুটিয়ে নেবে?
Vodafone-Idea: সাল ১৯৮৪। বিশ্বজুড়ে হওয়া প্রযুক্তি বিপ্লবের হাত ধরে ব্রিটেনের বুকে জন্ম নেয় টেলিকম পরিষেবা সংস্থা ভোডাফোন। যে কোনও আবির্ভাব মানুষের মনে গ্রহণযোগ্যতা তৈরি করতে সময় নেয়। ভোডাফোনের ক্ষেত্রে সেই একই তত্ত্বই প্রযোজ্য হয়। গ্রহণযোগ্যতা তৈরি করতে সময় নেয় তারা। এই ভাবে কেটে যায় ৯০-এর দশক।

কলকাতা: দালাল স্ট্রিটে গত এক মাসের হিসাব বলছে, প্রায় ১৮ শতাংশ দাম পড়েছে টেলিকম পরিষেবা সংস্থা ভোডাফোন-আইডিয়ার। এক সময় যে সংস্থার শেয়ার ছুটেছে ১০০ টাকার গন্ডিতে, তা আজ সমস্ত শৌর্য খুইয়ে এসে ঠেকেছে ৬ টাকায়। পরিস্থিতি এতটাই কঠিন যে সংস্থার কর্তৃপক্ষ নিজে থেকে বলতে হচ্ছে যে এই ভাবে চলতে থাকলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে তাদের। কিন্তু এককালে ‘জুজু’ দেখিয়ে মানুষের মন জয় করা ভোডাফোন, হঠাৎ করেই আজ নিজের শেষ নিঃশ্বাস ত্যাগের পথে কেন হাঁটছে? উত্তর দিতে পারে সংস্থার সেকাল-একাল। সেকালের কথা সাল ১৯৮৪। বিশ্বজুড়ে হওয়া প্রযুক্তি বিপ্লবের হাত ধরে ব্রিটেনের বুকে জন্ম নেয় টেলিকম পরিষেবা সংস্থা ভোডাফোন। যে কোনও আবির্ভাব মানুষের মনে গ্রহণযোগ্যতা তৈরি করতে...
