কয়েকবছর আগেই নোট বাতিল করা হয়েছিল কেন্দ্রের তরফে। বাজার থেকে তুলে নেওয়া হয়েছিল ১০০০ এবং ৫০০ টাকার নোট। বদলে নতুন ৫০০ টাকার নোট এবং ২০০০ টাকার নোট চালু করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। এর সঙ্গে নতুন নতুন ২০০, ১০০, ৫০, ২০ এবং ১০ টাকা মূল্যের নোটও বাজারে এনেছে আরবিআই। এককালে এই সব মূল্য বাদে অন্য মূল্যেরও নোট চলত ভারতীয় বাজারে। অনেকেই হয়ত এক টাকা, দুই টাকা বা পাঁচ টাকার নোট দেখেছেন। তবে আজকের দিনে কেউ কি আরবিআই-এর ইস্যু করা ১০ হাজার টাকার নোট দেখেছেন?
অনেকেরই জানা নেই যে আরবিআই-এর তরফে ইস্যু করা সর্বোচ্চ মূল্যের নোট ১০ হাজার টাকার। আরবিআই-এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৩৮ সালে ১০ হাজার টাকার নোট প্রথমবারের মতো ছাপানো হয়েছিল। ১৯৪৬ সালে স্বাধীনতার আগে সেই নোট বাতিল করে দেওয়া হয়েছিল। তবে ১৯৫৪ সালে ফের একবার ১০ হাজার টাকার নোট চালু করা হয়েছিল আরবিআই-এর তরফে। শেষ পর্যন্ত ১৯৭৮ সালে ১০ হাজার টাকার মূল্যের নোট চিরকালের মতো বাতিল করা হয়েছিল।
আরবিআই-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাজারে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকা মূল্যের নোট রয়েছে। এদিকে ২ টাকা এবং ৫ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে। এই মূল্যের শুধুমাত্র মুদ্রা বের করা হয় বর্তমানে। যদিও পুরনো কোনও পাঁচ বা দুই টাকার নোট এখনও বৈধ। এই নোটগুলি বাতিল করা হয়নি। এদিকে দেশে একমাত্র ১ টাকা মূল্যের নোটটি আরবিআই-এর বদলে কেন্দ্রীয় সরকারের দ্বারা ইস্যু করা হয়। সময়ে সময়ে এই নোটগুলি ছাপানো হয়। এদিকে আরবিআই আইন, ১৯৩৪-এর ২৪ নং ধারার অনুযায়ী, ভারতে কখনও ১০ হাজার টাকার বেশি মূল্যের নোট ছাপানো যাবে না।