Share Market: সোমে কি কাটবে ‘লালের ফাঁড়া’? কোন পথ ধরবে দালাল স্ট্রিট? অনুমান বিশেষজ্ঞদের

Share Market: একদিকে এপ্রিলে সর্বোচ্চ GST আদায়। অন্য দিকে, উত্তেজনার আবহে স্থগিত বাণিজ্য। আগামী সপ্তাহে কোন প্রভাব পড়বে শেয়ার বাজারে? ভাল যাবে নাকি মন্দ, কী বলছেন বিশেষজ্ঞরা?

Share Market: সোমে কি কাটবে লালের ফাঁড়া? কোন পথ ধরবে দালাল স্ট্রিট? অনুমান বিশেষজ্ঞদের
প্রতীকী ছবিImage Credit source: Meta AI

|

May 04, 2025 | 6:45 PM

কলকাতা: রাত পোহালেই খুলে যাবে দালাল স্ট্রিট। শুরু নতুন সপ্তাহ। একদিকে এপ্রিলে সর্বোচ্চ GST আদায়। অন্য দিকে, ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার আবহে স্থগিত বাণিজ্য। আগামী সপ্তাহে কোন প্রভাব পড়বে শেয়ার বাজারে? ভাল যাবে নাকি মন্দ? কী বলছেন বিশেষজ্ঞরা?

কেমন গেল গত সপ্তাহ?

গত সপ্তাহে নিফটি ৫০ মোট ১.৩ শতাংশ বেড়ে এসে দাঁড়িয়েছে ২৪ হাজার ৩৪৬ পয়েন্টে। অন্যদিকে, সেনসেক্স এক সপ্তাহে ১.৩৭ শতাংশ বেড়ে ঠেকেছে ৮০ হাজার ৫০১ পয়েন্টে।

কোন কোন সেক্টরে বৃদ্ধি দেখা গিয়েছে?

ওয়েল ও গ্যাস ইনডেক্স বেড়েছে ৪.৩৮ শতাংশ। মিডিয়া সেক্টর পড়েছে ১.৭১ শতাংশ। অটো, আইটি, ফার্মা ও এনার্জি সেক্টরে দেখা গিয়েছে বৃদ্ধি। এছাড়াও, গত তিন সপ্তাহ ধরে উত্থান ধরে রেখেছে নিফটি ৫০। একই ছবি সেনসেক্সের ক্ষেত্রেও।

কিন্তু আগামী সপ্তাহে কী ছবি তৈরি হতে পারে?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গত এক সপ্তাহে ভারত-পাকিস্তানের উত্তেজনার জের নানা ভাবে প্রভাব ফেলার চেষ্টা করেছে শেয়ার বাজারে। কিন্তু তা বাস্তবায়িত হয়নি বিশেষ কয়েকটি কারণে, যার মধ্যে অন্যতম ছন্দে ফেরা বাজার দেখা আবার বিনিয়োগ বাড়িয়েছেন বিদেশিরা। এছাড়াও, এপ্রিল মাসে সর্বোচ্চ GST আদায় আগামী সপ্তাহে মার্কেটের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই অনুমান বিশেষজ্ঞদের।

তবে কোন কোন সেক্টরে বাড়তি নজর দেওয়া প্রয়োজন? গত এক মাসে দেশের শিল্পখাতে ৩ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এছাড়াও, আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধ অনেকটাই শিথিল হয়েছে। আলোচনা চলছে। পরিস্থিতি যে ইতিবাচক, সেই ইঙ্গিত দিচ্ছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। সেই সূত্র ধরেই এসভিপি রিসার্চের অজিত মিশরা জানাচ্ছেন, ‘গত সপ্তাহে নজিরবিহীন বৃদ্ধি দেখিয়েছে রিয়েল এস্টেট সেক্টর। সেই ভিত্তিতে আগামী সপ্তাহেও নজর রাখা যেতে পারে এই সেক্টরের স্টকগুলিতে। এছাড়াও, ফার্মা, অটো ও আইটি সেক্টর যে বিনিয়োগকারীদের বাড়তি অক্সিজেন জোগাতে পারে বলেও অনুমান করা যেতে পারে।’

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।