Kolkata: শতবর্ষের দোরগোড়ায় Howrah Bridge, আলো জ্বালাবে Coal India

Howrah Bridge: হাওড়া ব্রিজ, যা রবীন্দ্র সেতু নামেও পরিচিত তার আলোকসজ্জা নিয়ে এই পরিকল্পনায় থাকবে সেতুর কাঠামো বরাবর আলোকসজ্জা। এ ছাড়াও থাকবে আলোর সঙ্গে সমন্বিত মিউজিক শো।

Kolkata: শতবর্ষের দোরগোড়ায় Howrah Bridge, আলো জ্বালাবে Coal India
Image Credit source: Soumya Shankar Ghosal/Moment/Getty Images

Jun 12, 2025 | 5:36 PM

কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের সঙ্গে একটি চুক্তি হয়েছে কোল ইন্ডিয়ার। আর সেই চুক্তি অনুযায়ী এবার হাওড়া ব্রিজে আলো জ্বালাবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। তবে এই আলো সাধারণ আলোর মতো হবে, এমন নয়। ৮০ বছরের পুরনো এই বিস্ময়কর স্থাপত্যে সৌরবিদ্যুতের মাধ্যমে আলো জ্বালিয়ে এই ব্রিজকে আরও দৃষ্টিনন্দন করে তোলাই লক্ষ্য এই প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে।

এক আধিকারিক জানিয়েছেন, কোল ইন্ডিয়ার জ্বালানো আলোয় হাওড়া ব্রিজের অন্যন্য নির্মাণশৈলিকে আরও জাজ্বল্যমান করে তোলা হবে। কোল ইন্ডিয়ার চেয়ারম্যান পিএম প্রসাদ ও কলকাতা বন্দরের চেয়ারম্যান রতেন্দ্র রমণ ও ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাঠির উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

হাওড়া ব্রিজ, যা রবীন্দ্র সেতু নামেও পরিচিত তার আলোকসজ্জা নিয়ে এই পরিকল্পনায় থাকবে সেতুর কাঠামো বরাবর আলোকসজ্জা। এ ছাড়াও থাকবে আলোর সঙ্গে সমন্বিত মিউজিক শো। আর এর মাধ্যমে রাতের কলকাতায় আরও উজ্জ্বল হয়ে উঠবে ১৯৪৩ সালে তৈরি এই সেতু। এই ব্রিজের উপর দিয়ে দিনে প্রায় ১ লক্ষ গাড়ি ও দেড় লক্ষ পথচারী যাতায়াত করে।