হবে না কোনও দূষণ, প্রথমবার ভারতের রাস্তায় নামল হাইড্রোজেন ট্রাক,
Hydrogen Truck: এই ট্রেনে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা বিদ্যুৎ উৎপন্ন করে। সেই বিদ্যুৎ থেকে পাওয়ার পায় গাড়ির মোটর।

নয়া দিল্লি: খুব শীঘ্র হাইড্রোজেন ট্রেন নামাতে চলেছে ভারতীয় রেল। তার আগেই ভারতে প্রথমবার ছুটল হাইড্রোজেন ট্রাক। ছত্তিশগঢ়ে চালু করা হয়েছে এই ট্রাক। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইয়ের উপস্থিতিতে সম্প্রতি রায়পুরে এই বিশেষ ট্রাকটির সূচনা করেছে আদানি গ্রুপ। এই ট্রাকটি ছত্তিশগড়ের ‘গারে পালমা-III’ কয়লা ব্লক থেকে রাজ্যের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা পরিবহন করবে বলে জানা গিয়েছে।
এই হাইড্রোজেন চালিত ট্রাকটি ভরা ট্যাঙ্ক নিয়ে প্রায় ২০০ কিলোমিটার দূরত্ব পার করতে পারে। এতে তিনটি হাইড্রোজেন ট্যাঙ্ক লাগানো আছে। এই ট্রাকটি ডিজেল চালিত ভারী ট্রাকের সমকক্ষ। এগুলোর ৪০ টন পর্যন্ত পণ্য বহন করার ক্ষমতা রয়েছে।
দূষণ প্রায় শূন্যে নামিয়ে আনবে এই ট্রাক। এই হাইড্রোজেন ফুয়েল সেল ট্রাকটি কেবল জলীয় বাষ্প এবং গরম বাতাস নির্গত করে। তাই গ্রিন এনার্জির ক্ষেত্রে এটি উঠতে পারে একটি বড় বিকল্প।
এই ট্রেনে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে, যা বিদ্যুৎ উৎপন্ন করে। সেই বিদ্যুৎ থেকে পাওয়ার পায় গাড়ির মোটর। ফলে সামান্য তাপ আর জল ছাড়া কিছুই বেরোয় না।





