Bank Market Cap: খোয়া গেল হাজার হাজার কোটি টাকা! এই দুই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে নাকি?

Bank Crisis: হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের বড় বড় এই দুই ব্যাঙ্কের। আপনারও অ্যাকাউন্ট ছিল নাকি এই ব্যাঙ্কগুলোয়?

Bank Market Cap: খোয়া গেল হাজার হাজার কোটি টাকা! এই দুই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে নাকি?
Image Credit source: Ramesh Pathania/Mint via Getty Images and Craig Hastings/Moment/Getty Images

Jun 19, 2025 | 10:50 AM

গত কয়েকদিন ধরেই একটু টালমাটাল চলছিল ভারতের শেয়ার বাজারে। আর তার মধ্যেই হাজার হাজার কোটি টাকা খোয়া গেল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের। জুনের ৬ থেকে ১৭ তারিখের মধ্যে মোট ৮টি ট্রেডিং সেশনে ৩.৩৫ শতাংশ দাম কমেছে এইচডিএফসি ব্যাঙ্কের।

অঙ্ক বলছে মোট ৪৭ হাজার ৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের। যার জেরে এই সংস্থার মার্কেট ক্যাপ কমে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকায়। ৬ জুন সকাল ১০টা ৪৫ মিনিটে ১ হাজার ৯৯৫ টাকা থেকে কমতে শুরু করে সংস্থার শেয়ারের দাম। তারপর শেয়ারের দাম কমতে কমতে নেমে আসে ১ হাজার ৯২৮ টাকা ১০ পয়সায়।

তবে এই তালিকায় শুধুমাত্র এইচডিএফসি ব্যাঙ্ক রয়েছে এমন নয়। আরও একাধিক সংস্থা রয়েছে যাদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে এই সপ্তাহে। এর মধ্যে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এলআইসি, বাজাজ ফাইন্যান্স ও হিন্দুস্থান ইউনিলিভার লিমিটেড।

তবে, বাজারের এই পরিস্থিতির মধ্যেও ভাল করেছে টিসিএস ও ইনফোসিস। এই সুই সংস্থারই বাজার মূল্য বেড়েছে হাজার হাজার কোটি টাকা।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।