
নয়া দিল্লি: আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহকদের জন্য দুঃসংবাদ। সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ৫০ হাজার টাকা। ১ অগস্ট থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। ন্যূনতম ৫০ হাজার টাকা ব্যালেন্স না রাখলে দিতে হবে জরিমানা। এতেই মাথায় হাত পড়েছে নতুন গ্রাহকদের।
আগে আইসিআইসিআই ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স রাখতে হত ১০ হাজার টাকা। সেই ন্যূনতম ব্যালেন্সই বাড়িয়ে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তবে এই নিয়ম নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য। অর্থাৎ যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন, তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ন্যূনতম ৫০ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে। শহর ও শহরতলির জন্য এই নিয়ম কার্যকর।
মফস্বল এলাকার গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম মাসিক ব্যালেন্স ২৫ হাজার টাকা রাখতে হবে, যা আগে ছিল ৫ হাজার টাকা। গ্রামীণ এলাকার নতুন গ্রাহকদের ১০ হাজার টাকা ব্যালেন্স বজায় রাখতে হবে প্রতি মাসে।
যারা পুরনো গ্রাহক, গ্রামীণ ও মফস্বল এলাকায় তাদের ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স ৫ হাজার টাকা রাখা হয়েছে। যদি কোনও গ্রাহক ন্যূনতম ব্যালেন্স বজায় রাখতে না পারেন, তাহলে ৬ শতাংশ জরিমানা বা ৫০০ টাকা জরিমানা, যেটা কম হবে, তা দিতে হবে।
এ তো গেল আইসিআইসিআই ব্যাঙ্কের কথা। বাকি ব্যাঙ্কে কত টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হয় জানেন? ২০২০ সালেই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ন্যূনতম ব্যালেন্স রাখার নিয়ম প্রত্যাহার করে নিয়েছিল। একইভাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও কানাড়া ব্যাঙ্ক-ও ন্যূনতম ব্যালেন্স না রাখার ক্ষেত্রে যে পেনাল্টি চার্জ নিত, তা প্রত্যাহার করে নেয়। ব্যাঙ্ক অব ইন্ডিয়াতেও ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও নিয়ম নেই।