
নয়া দিল্লি: ইউপিআই (UPI) আর ফ্রি নয়। অনলাইনে গুগলপে, ফোনপে বা মোবিকুইক, রেজ়রপে-র মতো অ্যাপ থেকে টাকা পাঠালেই দিতে হচ্ছে চার্জ। এই চার্জ বা ফি নেওয়া শুরু করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। শোনা যাচ্ছে, বাকি ব্যাঙ্কগুলিও এই পদাঙ্ক অনুসরণ করতে পারে। কত টাকা করে চার্জ লাগছে? কাদেরই বা দিতে হবে এই টাকা?
১ অগস্ট থেকে আইসিআইসিআই ব্যাঙ্ক মারচেন্ট প্ল্যাটফর্মগুলিতে ইউপিআই পেমেন্টের উপরে চার্জ নেওয়া শুরু করেছে। এই চার্জ বসানো হয়েছে পেমেন্ট এগ্রিগেটরদের উপরে। এই পেমেন্ট এগ্রিগেটররা ব্যাঙ্ক ও মার্চেন্টদের মাঝে সংযোগ স্থাপন করে, লেনদেন সম্পন্ন করে। তবে এই টাকা গ্রাহককে দিতে হবে না।
রিপোর্ট অনুযায়ী, আইসিআইসিআই ব্য়াঙ্ক পেমেন্ট এগ্রিগেটরদের জানিয়েছে, প্রতি ট্রানজাকশনে ২ বেসিস পয়েন্ট ধার্য করা হয়েছে। অর্থাৎ ৬ টাকা করে দিতে হবে। যাদের ব্যাঙ্কে সরাসরি অ্যাকাউন্ট নেই, তাতে ৪ বেসিস পয়েন্ট করে লাগবে। অর্থাৎ ১০ টাকা করে চার্জ লাগবে। যদি সরাসরি আইসিআইসিআই ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেমেন্ট হয়, তাহলে কোনও চার্জ লাগবে না।
ইতিমধ্যেই অ্যাক্সিস ব্য়াঙ্ক, ইয়েস ব্যাঙ্ক ইউপিআই পেমেন্টের জন্য পেমেন্ট এগ্রিগেটরদের উপরে চার্জ নেওয়া হয়। যেহেতু ব্যাঙ্কগুলি মার্চেন্ট ডিসকাউন্ট রেট নেয় না, তাই তাদের ইউপিআই পেমেন্টে বিশেষ লাভ হয় না। সেই কারণেই এই চার্জ নেওয়া হচ্ছে।
এক্ষেত্রে পেমেন্ট এগ্রিগেটরদের কাজ বোঝাটা জরুরি। যখন কোনও গ্রাহক ইউপিআই পেমেন্ট করেন মার্চেন্ট প্ল্যাটফর্মে, তখন গ্রাহকের ব্যাঙ্ক থেকে মার্চেন্টের ব্যাঙ্কে লেনদেন করায় এই এগ্রিগেটররা। সুরক্ষিত পেমেন্টের জন্য এই পদ্ধতি অনুসরণ করা হয়।