IDFC Bank Credit Card: আপনি ঘনঘন বেড়াতে যান? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ খবর!

Best Credit Card For Travel: এই কার্ড ব্যবহার করলে ইউপিআই লেনদেনেও পাবেন একাধিক সুবিধা। ২ হাজার টাকার বেশি লেনদেন করলে প্রতি ১৫০ টাকায় পাবেন ৩ পয়েন্ট। আর ২ হাজার টাকার কমে প্রতি ১৫০ টাকা খরচে পাবেন ১ পয়েন্ট করে। তবে, ইএমআই পরিশোধ, পেট্রোল বা ডিজেল কেনা বা নগদ টাকা তুললে কোনও রিওয়ার্ড পয়েন্ট মিলবে না।

IDFC Bank Credit Card: আপনি ঘনঘন বেড়াতে যান? তাহলে আপনার জন্য রয়েছে এক দারুণ খবর!
প্রতীকী ছবিImage Credit source: ChatGPT

Jan 09, 2026 | 4:37 PM

অনেকেই এমন রয়েছেন যাঁরা ঘুরতে যেতে ভালবাসেন। কিন্তু সঠিক কার্ড নির্বাচন করলে ঘুরতে যাওয়ার খরচ অনেকাংশে কমে যায়। তবে, মানুষ ভেদে ভ্রমণের খরচ যেমন বদলে যায়, তেমনই বদলায় ভ্রমণের ধরনও। আর এই ধরনের মানুষদের জন্য নিয়ে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক নিয়ে এসেছে ব্ল্যাক ক্রেডিট কার্ড। এই কার্ডের মাধ্যমে শুধুমাত্র ট্রাভেল নয়, ছাড় মেলে লাইফস্টাইল সেগমেন্টে খরচের উপরও।

কী উপহার পাবেন?

এই কার্ডের অন্যতম আকর্ষণ হল এই কার্ডের সহজ ও গ্রাহকদের জন্য সুবিধাজনক রিওয়ার্ড স্ট্রাকচার। অনলাইন, অফলাইন ও যে কোনও আন্তর্জাতিক লেনদেনে প্রতি ১৫০ টাকা খরচে মিলবে ৪ রিওয়ার্ড পয়েন্ট। এ ছাড়াও ইউটিলিটি বিল ও বিমার প্রিমিয়ামের ক্ষেত্রে প্রতি ১৫০ টাকা খরচে পাবেন ১ পয়েন্ট।

আপনি এই কার্ড ব্যবহার করলে ইউপিআই লেনদেনেও পাবেন একাধিক সুবিধা। ২ হাজার টাকার বেশি লেনদেন করলে প্রতি ১৫০ টাকায় পাবেন ৩ পয়েন্ট। আর ২ হাজার টাকার কমে প্রতি ১৫০ টাকা খরচে পাবেন ১ পয়েন্ট করে। তবে, ইএমআই পরিশোধ, পেট্রোল বা ডিজেল কেনা বা নগদ টাকা তুললে কোনও রিওয়ার্ড পয়েন্ট মিলবে না।

বিশেষ সুবিধা কী রয়েছে?

এই কার্ড যিনি নেবেন তিনি প্রথম ফ্লাইট বুকিংয়ে নূন্যতম ৫ হাজার টাকা খরচে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। এ ছাড়াও ফ্লাইট, হোটেল ও বাস বুকিং মিলিয়ে সর্বোচ্চ ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ছাড়ও পাওয়া যায়।

লাইফস্টাইল বেনিফিট

যাঁরা সিনেমা ভালবাসেন, তাঁদের জন্যও এই কার্ডে রয়েছে দারুণ কিছু সুবিধা। প্রতি মাসে ১ বার সিনেমার টিকিটের জন্য ২৫ শতাংশ ছাড় মিলবে এই কার্ড ব্যবহার করে সিনেমার টিকিট কাটলে। এ ছাড়াও এই কার্ড হোল্ডাররা প্রতি ত্রৈমাসিকে ১টি করে ফ্রি অ্যাক্সেস পাবেন। তবে, তার জন্য আগের ৩ মাসের প্রতি মাসে কমপক্ষে ২০ হাজার টাকা খরচ করতেই হবে।