আইডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। গত রবিবার প্রতিষ্ঠান দিবস ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের (IDFC First Bank)। আর এই প্রতিষ্ঠান দিবসের উদযাপন উপলক্ষেই গ্রাহকদের জন্য বড় উপহারের ঘোষণা করেছে এই ব্যাঙ্ক। একাধিক গ্রাহক কেন্দ্রিক পরিষেবার ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না।
প্রতীকী ছবি
আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া, টাকা তোলা, ডিমান্ড ড্রাফট, আইএমপিএস ও এসএমএস অ্য়ালার্টের ক্ষেত্রে ফি বাদ দেওয়া হয়েছে।
বিবৃতি অনুযায়ী, ব্য়াঙ্কের মোট ২৫ টি বহুল ব্যবহৃত পরিষেবার ক্ষেত্রে ফি কমিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাঙ্কের যেকোনও শাখায় টাকা জমা দেওয়া বা টাকা তোলা, অন্য কোনও গেটওয়ের মাধ্যমে পেমেন্ট, ডিম্যান্ড ড্রাফ্ট, আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস, চেক বুক, এসএমএস অ্যালার্ট, টাকা তোলার জন্য এটিএমে টাকা না থাকা, আন্তর্জাতিক এটিএম পরিষেবা ব্যবহার সহ একাধিক পরিষেবার ক্ষেত্রে ছাড় দিয়েছে এই ব্যাঙ্ক।
তবে এক্ষেত্রে একটি শর্ত রয়েছে। এই ফি থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রাহকদের এই ব্যাঙ্কে মাসিক ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা ব্যালেন্স রাখতে হবে।