Bangla NewsBusiness IDFC First bank waived off charges on customer centric 25 services, but there is condition
Bank Charges Waived Off: এই ব্যাঙ্কের ২৫টি পরিষেবায় কোনও চার্জ লাগবে না, তবে শর্ত একটাই
Bank Charges Waived Off: আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের তরফে তাদের ২৫ টি পরিষেবায় চার্জ বাদ দিয়ে দেওয়া হয়েছে। তবে তার জন্য গ্রাহকদের প্রতি মাসে এই ব্যাঙ্কের সেভিংস অ্য়াকাউন্টে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা রাখতে হবে।