Bank Account Rule: অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে সাবধান, এবার বিরাট ঘোষণা ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের!

Account Balance: ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য নতুন এই নিয়ম চালু করেছে।

Bank Account Rule: অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকলে সাবধান, এবার বিরাট ঘোষণা ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের!
Image Credit source: DEV IMAGES/Moment/Getty Images

Jul 05, 2025 | 5:13 PM

দেশের ৪টি সরকারি ব্যাঙ্ক এবার চালু করল এক নতুন নিয়ম। আর এই নিয়ম না জানলে সমস্যায় পড়তে পারেন গ্রাহক নিজেই। ইন্ডিয়ান ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য নতুন এই নিয়ম চালু করেছে।

এই ৪ ব্যাঙ্কই অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স রাখার নিয়মটাই এবার তুলে দিতে চলেছে। ফলে, আপাতত গ্রাহকদের আর ব্যাঙ্কে নূন্যতম ব্যালেন্স রাখতে হবে না। আগামী ৭ জুলাই থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কে চালু হতে চলেছে এই নিয়ম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইতিমধ্যেই এই নিয়ম তুলে নিয়েছে।

এই চার ব্যাঙ্কের এমন পদক্ষেপের ফলে উপকৃত হবে এই ব্যাঙ্কগুলোর কোটি কোটি গ্রাহক। যার মধ্যে রয়েছে চাকুরিজীবী, প্রবীণ নাগরিক, ছাত্র, অনাবাসী ভারতীয় ও প্রথমবার ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছে, এমন মানুষও।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইতিমধ্যেই তাদের সমস্ত সেভিংস অ্যাকাউন্ট থেকে এই নিয়ম তুলে নিয়েছে। আর কানাড়া ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কের আগেই গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে। চলতি বছরের মে মাসেই গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে আসে কানাড়া ব্যাঙ্ক। এবার আশা করা হচ্ছে, আগামিদিনে অন্যান্য ব্যাঙ্কগুলোও এই পদাঙ্ক অনুসরণ করবে ও অ্যাভারেজ মান্থলি ব্যালেন্সের ব্যাপারটাই তুলে দেবে।