
কলকাতা: গত বছরের শেষ থেকেই টালমাটাল হয়েছে শেয়ার বাজার। এমনকি, নতুন বছর পরে থেকেও কম রক্ত বয়নি দালাল স্ট্রিটে। তবে নতুন অর্থবর্ষে দালাল স্ট্রিটের এই ক্ষত সারতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আর দু’সপ্তাহ পরেই শুরু হবে ২০২৫-২০২৬ অর্থবর্ষ। সেটির হাত ধরেই কি এবার বাজারে নতুন জোয়ার পাবেন বিনিয়োগকারীরা? উত্তর আপাতত অধরা।
যদি নতুন করে বাজার চাঙ্গা হয়, তবে আবার কোটিপতি হওয়ার কাজে লেগে পড়তে পারেন বহু বিনিয়োগকারী। আর এই পথকে প্রশস্ত করবে একটা ফর্মুলা। তাহল ‘নয়ের বিনিয়োগ’।
কী এই ফর্মুলা?
এই ফর্মুলা অনুযায়ী প্রতিমাসে SIP-তে বিনিয়োগ করতে হবে ৯ হাজার ৯৯৯ টাকা। তাও আবার ৯ বছরের জন্য। কিন্তু এই ফর্মুলায় বিনিয়োগ করে কত টাকা হাতে পাবেন লগ্নিকারীরা? ধরা যাক, যে কোন ইনডেক্স ফান্ডে যদি ৯ বছরের জন্য বিনিয়োগ করা হয়, তবে খুব সহজেই ১২ শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়ে যাবেন বিনিয়োগকারীরা।
সেক্ষেত্রে ৯ বছরে লগ্নিকারীর মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১০ লক্ষ ৭৯ হাজার ৮৯২ টাকা। সেই তুলনায় যদি বার্ষিকী ১২ শতাংশ রিটার্ন মিলে যায়, তাহলে ৯ বছর পর মোট টাকার পরিমাণটা দাঁড়াবে প্রায় ১৮ লক্ষ ৮৬ হাজার ১৪৫ টাকা। তবে এই ফর্মুলা ফেলে যে শুধুই ৯ হাজার টাকা বিনিয়োগ করতে হবে, এমনটা নয়। নিজের সামর্থ্য মতো চাইলে টাকার পরিমাণও বাড়াতে পারেন বিনিয়োগকারীরা।