Gold Purchase Rule: সোনার গহনা কিনেছেন? ঠকতে না চাইলে এই বিষয়গুলি বিলে উল্লেখ রয়েছে কি না, দেখে নিন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 24, 2023 | 7:34 AM

Gold Jewelry: চলতি বছরের ১ এপ্রিল থেকে কেন্দ্রের তরফে সোনার গহনার ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক করেছে। এবার থেকে সোনার কোনও গহনা বা অন্যান্য উপকরণে হলমার্ক চিহ্ন বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

Gold Purchase Rule: সোনার গহনা কিনেছেন? ঠকতে না চাইলে এই বিষয়গুলি বিলে উল্লেখ রয়েছে কি না, দেখে নিন
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: স্বর্ণ শুধু অলঙ্কারই নয়, প্রত্য়েক ভারতীয়ই আর্থিক সঞ্চয়ের অন্যতম উপায় হিসাবে সোনা(Gold)-কেই বেছে নেন। ব্যাঙ্কে বা অন্য কোথাও টাকা জমানো কিংবা বিনিয়োগের বদলে তারা সেই টাকা দিয়ে সোনা কিনতেই বেশি পছন্দ করেন। অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতেও অনেকেই সোনা কেনেন। শনিবার দিল্লিতে মোট ২৫০ কোটি টাকার সোনা কেনাবেচা হয়েছে। যদিও আপনিও সোনা কিনে থাকেন বা সোনা কেনার পরিকল্পনা করেন, তবে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন। সোনা কিনলে যে বিল দেওয়া হয়, তাতে এই সাতটি বিষয়ের উল্লেখ রয়েছে কি না, তা দেখে নিন-

চলতি বছরের ১ এপ্রিল থেকে কেন্দ্রের তরফে সোনার গহনার ক্ষেত্রে হলমার্কিং বাধ্যতামূলক করেছে। এবার থেকে সোনার কোনও গহনা বা অন্যান্য উপকরণে হলমার্ক চিহ্ন বাধ্যতামূলকভাবে থাকতে হবে। যদি হলমার্ক না থাকে, তবে সেই গহনাকে আসল বলে গণ্য করা হবে না।

সোনার গহনার বিলে কোন সাতটি বিষয় নজরে রাখবেন?

  1. পণ্যের নাম ও বর্ণনা: সোনার গহনার বিলে অবশ্যই যে সোনার পণ্য কিনেছেন, তার নাম ও বর্ণনা অবশ্যই উল্লেখ থাকতে হবে।
  2. গহনার সংখ্যা: আপনি কত সংখ্যক সোনার গহনা বা পণ্য কিনেছেন, তার অবশ্যই উল্লেখ থাকতে হবে।
  3. গহনার ওজন: কত গ্রামের সোনার গহনা আপনি কিনেছেন, তার উল্লেখ থাকতে হবে বিলে।
  4.  বিশুদ্ধতা: সোনার গহনার বিশুদ্ধতা কতটা, তার উল্লেখও থাকতে হবে বিলে। অর্থাৎ আপনার সোনা ১৮ ক্য়ারেট, ২২ ক্যারেট নাকি ২৪ ক্য়ারেটের, তা উল্লেখ থাকতে হবে।
  5. সোনার দর:  আপনি যখন সোনা কিনছেন, তখন সোনার দর কত ছিল, বিক্রেতা মেকিং চার্জ বাবদ কত টাকা নিয়েছেন, তার উল্লেখ থাকতে হবে বিলে।
  6. হিরে বা মূল্যবান পাথরের বর্ণনা: যদি আপনার সোনার গহনায় হিরে বা অন্য় কোনও মূল্যবান পাথর বসানো থাকে, তবে তার বর্ণনাও অবশ্য়ই বিলে উল্লেখ থাকতে হবে।
  7. গহনার দাম: আপনি যে পণ্যগুলি কিনেছেন, তার মোট মূল্য কত, তার উল্লেখ থাকতে হবে।

 

Next Article