
নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) যেমন জরুরি, তেমনই দরকারি প্যান কার্ডও (PAN Card)। আপনি কি জানেন, যদি প্যান কার্ডে এই কাজ না করে থাকেন, তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। ডেডলাইন কিন্তু এগিয়ে আসছে। চলতি ডিসেম্বর মাসেই শেষ হয়ে যাবে সময়সীমা। তারপরই অকেজো হয়ে যাবে প্যান কার্ড (PAN Card)।
যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে, তাহলে দ্রুত লিঙ্ক করান। ৩১ ডিসেম্বরের মধ্যে আধার-প্যান কার্ডের লিঙ্ক না করা হলে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। আয়কর দফতর সেই নির্দেশই দিয়েছে। আয়কর আইনের ১৩৯এএ(২এ) অনুযায়ী সকলের বাধ্যতামূলক আধার-প্যান লিঙ্ক (Aadhaar-PAN Card Link) করা।
যদি আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্ক না করা থাকে, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এর পরে আয়কর জমা দিতে, ট্যাক্স রিফান্ড, ব্য়াঙ্কিং ট্রানজাকশন বা স্টক মার্কেটে বিনিয়োগে সমস্যা হতে পারে। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে টিডিএস/টিসিএস বেশি কাটবে। এছাড়া প্রবীণ নাগরিক এবং সেভিং অ্য়াকাউন্টে বিভিন্ন যে ছাড় পাওয়া যায়, তা পাওয়া যাবে না। ব্যাঙ্কে কেওয়াইসি-ও আটকে যেতে পারে।
সিবিডিটি চলতি বছরের ৩ এপ্রিল এই নির্দেশিকা জারি করেছিল। যারা আধার এনরোলমেন্ট আইডি দিয়ে প্য়ান কার্ড তৈরি করেছেন, তাদের অবশ্যই ৩১ ডিসেম্বরের মধ্য়ে আধার-প্যান লিঙ্ক করতে হবে। যদি এই সময়ের মধ্যে আধার-প্যান লিঙ্ক করেন, তাহলে কোনও পেনাল্টি বা জরিমানা দিতে হবে না। নাহলে ১ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।