
নয়া দিল্লি: দেখতে দেখতেই বছরের শেষ প্রান্ত চলে এল। নভেম্বরের শেষ চলছে। ডিসেম্বরে বছরের শেষ হলেও, নভেম্বরে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যা শেষ করতেই হবে। এই সমস্ত কাজ না করলে, চরম সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে। কোন কোন কাজ আপনাকে নভেম্বরের ৩০ তারিখের মধ্যে করতেই হবে, জেনে নিন-
যারা পেনশনভোগী, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যেই জীবন প্রমাণ পত্র বা লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। ১ নভেম্বর থেকেই লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। যাদের বয়স ৮০ বছর বা তার বেশি, তারা ১ অক্টোবর থেকেই লাইফ সার্টিফিকেট জমা করতে পারছিলেন। যদি কেউ ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা না দেন, তাহলে পেনশন আটকে যাবে।
লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক ২০২০ সাল থেকেই ডোরস্টেপ সার্ভিস শুরু করেছিল। আধার এনেবেলড বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমে অনলাইনেই লাইফ সার্টিফিকেট আপলোড করা যাচ্ছে।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে ইউনিফায়েড পেনশন স্কিমের জন্য ডেডলাইন বৃদ্ধি করেছিল। আগে ডেডলাইন ছিল ৩০ সেপ্টেম্বর, তা দুই মাস বৃদ্ধি করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে সরকারি কর্মীরা তাদের বেসিক স্যালারির ও ডিয়ারনেস অ্যালাওয়েন্সের ১০ শতাংশ জমা রাখতে পারেন। সরকারের তরফে ১৮.৫ শতাংশ করে টাকা জমা দেওয়া হয়। পুরনো পেনশন স্কিমে কর্মীরা বেতনের বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসাবে পেতেন। এর জন্য আলাদাভাবে কোনও টাকা জমা দিতে হবে না।