
ভারতের ধনীতম অভিনেতার নাম শাহরুখ খান। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা। তাঁর অভিনয় দক্ষতার জোরেই তিনি জায়গা করে নিয়েছেন বলিউডে। এবং অভিনয়ের মাধ্যমেই তিনি কোটি কোটি টাকা উপার্জন করেন। কিন্তু এত সম্পদ নিয়ে কী করেন তিনি? অবশ্যই তিনি ধনীদের মতো জীবনযাপন করেন। এ ছাড়াও তাঁর অর্থের একটা বিরাট অংশ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন তিনি।
শাহরুখ খান একজন দারুণ ব্যবসায়ী, এমন নয়। কিন্তু, তিনি যখন ঘুমোন, তখনও তাঁর উপার্জিত অর্থ কাজ করে যায়। আর এর কারণ, বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগ। একজন সফল অভিনেতা হওয়ার পরও তাঁর বেশ কিছু ব্যবসা রয়েছে। তিনি তাঁর অর্থ বিনোদন জগৎ ছাড়াও স্পোর্টস ও এডুকেশন সেক্টরে বিনিয়োগ করেন।
তাঁর নিজস্ব ফিল্ম প্রোডাকশন ও ডিস্ট্রিবিউশন সংস্থা রয়েছে। রেড চিলিস এন্টারটেনমেন্ট নামের এই সংস্থার পোস্ট প্রোডাকশন ও ভিসুয়াল এফেক্টস ইউনিট রয়েছে। এ ছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অংশীদারিত্বও রয়েছে তাঁর কাছে। অর্থাৎ, তাঁর সম্পদের পোর্টফোলিও রীতিমতো ডাইভার্সিফাই করেছেন তিনি।
তাঁর নিজের কোনও সিনেমার জন্য তিনি কোনও ঋণ নেন না। তিনি নিজের খরচেই সিনেমা বানান। তাঁর কথায় নিজের সিনেমার জন্য অন্য কারও অর্থের উপর তিনি বাজি ধরতে পারবেন না। শাহরুখ খানের মতে ধার কথা থেকে বিরত থাকাই সবচেয়ে ভাল অভ্যাস।
শাহরুখ খানের বাবার একটা রেস্তোরাঁ ছিল। যার অর্থ তিনি নিজে ব্যবসা বুঝতেন। কিন্তু এসআরকে সেভাবে ব্যবসা বোঝেন না। তিনি শুধুমাত্র নিজের প্যাশন ফলো করে। বর্তমানে, তিনি একটি স্টুডিয়ো বানাতে চান। যদিও ব্যবসার দিক দিয়ে এটা খুব ভাল, এমন বলা যায় না। কিন্তু এই বিষয়ে তাঁর প্যাশন রয়েছে। আর সেই কারণেই, এই স্টুডিয়ো তৈরির কথা ভেবেছেন তিনি।
শাহরুখ খান বলেন, সিনেমা তৈরি আসলে একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে কোন সিনেমা চলবে আর কোন সিনেমা চলবে না, তা আগে থেকে বলা যায় না। আর এখানে আগের ভুল থেকে শিক্ষা নেওয়ার কোনও জায়গাও নেই।