AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: রাম মন্দিরে গেলেই বিনামূল্য মিলবে হজমোলা

Ram Mandir: ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় মন্দিরের উদ্বোধন। মাত্র সাড়ে তিন লক্ষ জনসংখ্যার এই শহরে 'রাম মন্দির' খোলার পরে, প্রায় ১০ লক্ষ তীর্থযাত্রী অযোধ্যায় পৌঁছতে চলেছেন। তাতেই বড় লাভের আশায় বুক বাঁধতে শুরু করেছে একাধিক সংস্থা।

Ram Mandir: রাম মন্দিরে গেলেই বিনামূল্য মিলবে হজমোলা
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Updated on: Jan 21, 2024 | 12:51 PM
Share

কলকাতা: রাম নামেই এবার যেন ভাগ্যের চাকা ঘুরতে চলেছে দেশের একাধিক নামজাদা সংস্থার। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) পরেই বড় লাভের মুখ দেখতে পারে এই সংস্থাগুলি। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় মন্দিরের উদ্বোধন। মাত্র সাড়ে তিন লক্ষ জনসংখ্যার এই শহরে ‘রাম মন্দির’ খোলার পরে প্রায় ১০ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হতে পারে অযোধ্যায়। তাতেই বড় লাভের আশায় বুক বাঁধতে শুরু করেছে একাধিক সংস্থা। ইতিমধ্যেই অযোধ্যায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে। সরকার অযোধ্যার জন্য ‘বন্দে ভারত’-এর মতো প্রিমিয়াম ট্রেন পরিষেবাও শুরু করেছে। এই পরিস্থিতিতে, কোকা-কোলা থেকে বিসলেরি, হজমোলা থেকে পার্লে, আম্বানি-আদানি গ্রুপ পর্যন্ত ভাল ব্যবসা করতে কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছে না। 

ডাবর গ্রুপ তাদের জনপ্রিয় ব্র্যান্ড ‘হজমোলা’-র প্রচারের জন্য ইতিমধ্যেই একটি অভিনব পন্থা নিয়েছে। সূত্রের খবর, ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের বিনামূল্যে বিতরণ করা হবে হজমোলা। এছাড়াও, সংস্থাটি অযোধ্যার তুলসী উদ্যানে একটি ‘এক্সপেরিয়েন্স সেন্টার’ তৈরি করেছে। সেখানে আগত দর্শনার্থীরা ডাবরের অন্যান্য পণ্য যেমন তেল, ভেষজ চা, জুস ইত্যাদি চেখে দেখতে পারবেন। শুধু তাই নয়, লখনউ, বারাণসী এবং গোরখপুর থেকে অযোধ্যা আসার হাইওয়েতে একাধিক ধাবার সঙ্গেও গাঁটছড়া বেঁধেছে ডাবর।

প্রচারে জোর দিচ্ছে কোকা-কোলাও। সামনে আনা হচ্ছে ‘মন্দির থিম’। এখনও পর্যন্ত কোম্পানিটি তার ব্র্যান্ডিংয়ে সবসময় লাল রঙ ব্যবহার করে আসছে। কিন্তু এখন ব্রাউন থিমে ব্র্যান্ডিং চালু করেছে। শুধু তাই নয়, সংস্থাটি ‘রাম মন্দির’ যাওয়ার রাস্তায় ৫০ টিরও বেশি ভেন্ডিং মেশিনও বসিয়েছে।

মুকেশ আম্বানির রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড এবং গৌতম আদানির ‘ফরচুন’ ব্র্যান্ডও কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাঁদের ‘ক্যাম্পাকোলা’ ব্র্যান্ডের প্রচারও শুরু করে দিয়েছে জোরকদমে। অন্যদিকে আদানি উইলমার তার ‘ফরচুন’ ব্র্যান্ডের পণ্যগুলির বিক্রির উপর নতুন করে জোর দিচ্ছে। আইটিসি আবার অযোধ্যায় তার ‘মঙ্গলদীপ’ ধূপকাঠি ব্র্যান্ডের প্রচারে জোর দিচ্ছে। একইসঙ্গে বিসলেরি, পার্লে, ইমামির মতো অনেক ব্র্যান্ডও প্রচার চালাচ্ছে পুরোদমে।