Pan Card থাকলে মুহূর্তেই পান ৫ লক্ষ টাকা, তবে রয়েছে দুই শর্তও!

Pan Card: প্যান কার্ডের উপর নির্ভর করে যে লোন, তা অনেক দ্রুততার সঙ্গে পাওয়া যায় যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে। এ ছাড়াও পরিচয় যাচাইকরণের কাজেও সুবিধা হয় সংশ্লিষ্ট ব্যাঙ্কের।

Pan Card থাকলে মুহূর্তেই পান ৫ লক্ষ টাকা, তবে রয়েছে দুই শর্তও!
Image Credit source: Supriyo Ghosh/TV9 Network and Getty Images

Jul 27, 2025 | 1:11 PM

বর্তমানে অর্থাৎ এই ডিজিটাল যুগে পার্সোনাল লোন নেওয়া আগের তুলনায় অনেক সহজ হয়ে গিয়েছে। আর যাঁদের প্যান কার্ড রয়েছে, তাঁদের জন্য ব্যাপারটা আরও সহজ। বর্তমানে একাধিক ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি রয়েছে যারা প্যান কার্ডের উপর নির্ভর করে ঋণ দিয়ে থাকে।

প্যান কার্ড এমন এক ডকুমেট যা আয়কর দফতর ইস্যু করে। অর্থনৈতিক ভেরিফিকেশনে সাহায্য করে এই ডকুমেন্ট। কোনও ব্যক্তি বা সংস্থার ক্রেডিট ইতিহাস জানা যায় প্যান কার্ডের মাধ্যমে। আর আধারের সঙ্গে প্যান লিঙ্ক করা থাকলে ই-কেওয়াইসি প্রসেস আরও মসৃণ হয়।

প্যান কার্ডের উপর নির্ভর করে যে লোন, তা অনেক দ্রুততার সঙ্গে পাওয়া যায় যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে। এ ছাড়াও পরিচয় যাচাইকরণের কাজেও সুবিধা হয় সংশ্লিষ্ট ব্যাঙ্কের। এ ছাড়াও এই ধরনের লোন পেতে প্রয়োজন দুর্দান্ত ক্রেডিট স্কোর ও ক্রেডিট হিস্ট্রির। এই ধরনের লোন পেতে ব্যক্তির বয়স ২১ থেকে ৬০-এর মধ্যে হতে হবে। এ ছাড়াও তার একটা স্টেবল উপার্জনের জায়গা থাকতে হবে। তবেই এই লোন পাওয়া যাবে।

কোথাও থেকে কোনও ঋণ নিতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা ঋণ নেওয়া নিয়ে কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও ঋণের ক্ষেত্রেই একটা ঝুঁকি রয়েছে। ফলে, আগে ঋণ নেওয়ার আগে সেই সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর সিদ্ধান্ত নেবেন।